চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আ.লীগ নেতাকর্মীসহ গ্রেফতার ৫৬

| মঙ্গলবার , ১৮ মার্চ, ২০২৫ at ৭:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে গত ২৪ ঘন্টায় সিএমপির বিভিন্ন থানার অভিযানে আওয়ামী লীগের নেতাকর্মীসহ মোট ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আকবরশাহ্ থানার অভিযানে মোঃ শহিদুল আলম প্রকাশ খান (৩৮), মোঃ হানিফ (৫০), মোঃ জসিম উদ্দিন (৩৫), মোঃ সালাউদ্দিন (২৮), মোঃ জুম্মান (১৯), মোঃ ফাহিম (১৯), হালিশহর থানার আসামি মোঃ হাসান (১৯), মোঃ ছাবের আহমদ (৩০), চান্দগাঁও থানার আসামি ওলফাতুন ইসলাম (১৯), মোঃ আকিব (২০), মোঃ সবুজ (২৩), মোঃ ইফরান (১৯), মোঃ সাজ্জাদ (২৬), মোঃ হারুন (৩৬), বিলকিস বেগম (৩২), মোহাম্মদ জাফর (৩৫), মোঃ শাকিল আহমদ (৩৯), মোঃ সাজ্জাদ হোসেন (২৮), মোঃ খোকন (৩৫), মোঃ আবুল হোসেন (৩৯), মোঃ শাহজাহান (৪৮), ডবলমুরিং মডেল থানার আসামি সাগর (২৪), হাফিজুর রহমান টুটুল (২৪), মোঃ হোসেন উদ্দিন শিপু (২৯), মোঃ সাইফুল ইসলাম (৩৮), মোঃ আরিফ (২২), মোঃ রাসেল (২১), মোঃ শাহিন (২৯), ইফতাদুল ইসলাম তানিম (৪৫), মোঃ বশির (৪৫), মোঃ ফারুক মিয়া (৩৮), সাগর (১৯), মোঃ রিফাত (১৯), রকিবুল হাসান (২১), রাব্বি আল আহমেদ (২৮), সদরঘাট থানার আসামি মোঃ জুম্মন (৩১), ইসমাইল হোসেন প্রকাশ রানা (২৬), বায়েজিদ বোস্তামী থানার আসামি মোসাম্মৎ রেবেকা সুলতানা রেখা চৌধুরী (২৯), কর্ণফুলী থানার আসামি মোঃ সেলিম (৩৫), পাহাড়তলী থানার আসামি ১১নং সরাইপাড়া যুবলীগ সংগঠক তৈহিদুল হক (৩৪), বাকলিয়া থানার আসামি মোঃ আবুল খায়ের (৪৮), মোঃ সেকান্দর বাদশা প্রঃ মোঃ সেকান্দর হোসেন (৪৭), মোঃ মনিরুল আলম প্রঃ ইরফান প্রকাশ মিনি (২২), মোঃ তানভীর হোসেন প্রকাশ তানভির (২৪), ফরহাদ প্রকাশ ফরহাদ (২৫), মোঃ ইব্রাহীম প্রকাশ লিটন (৩২), মোঃ সুমন (৩০), চকবাজার থানার আসামি বিশেশ্বর চৌধুরী তুর্জয় (৩১), মোঃ সাজ্জাদ হোসেন (৩১), মোঃ হাসান মিয়া (৫৩), বন্দর থানার আসামি মোঃ জসিম প্রকাশ জসীম (২৫), কোতোয়ালী থানার আসামি কাউছার হোসেন প্রকাশ সোহেল (২৬), ইপিজেড থানার আসামি ইসমাইল হোসেন তন্ময় (২১), খুলশী থানার আসামি মোঃ নাদিম (২৩) ও পাঁচলাইশ মডেল থানার আসামি মোঃ শাওন (১৮), মোঃ বোরহান উদ্দিন প্রকাশ ফোরকান (২৯) সহ সর্বমোট ৫৬ জনকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, উপরোক্ত আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে অটোরিকশা চাপায় শিশু নিহত
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে মাথায় গাছ পড়ে বাগানির মৃত্যু