চট্টগ্রামে ১৭ দিনে ৮১ মৃত্যু

নতুন শনাক্ত ২৮৭

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২২ এপ্রিল, ২০২১ at ৫:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘন্টায় আরো ৫ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই নগরীর বাসিন্দা। এ নিয়ে গত ৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত মাত্র ১৭ দিনে ৮১ জনের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১ হাজার ৪৪৬ টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ২৮৭ জন। এর মধ্যে ২৩৬ জন নগরীর ও ৫১ জন জেলার। চট্টগ্রামে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িযেছে ৪৭ হাজার ৮৬১ জনে। এর মধ্যে মহানগরীর বাসিন্দা ৩৮ হাজার ৪২৪ জন ও জেলার ৯ হাজার ৪৩৭ জন। আক্রান্তদের মাঝে এ পর্যন্ত ৪৭৭ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে মহানগরীর ৩৫৫ জন ও জেলার ১২২ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, এ পর্যন্ত মোট ৩ লাখ ৯০ হাজার ৬৫ টি নমুনা পরীক্ষা হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৪৭ হাজার ৮৬১ জনের। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান গতকাল এসব তথ্য নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধদেশে করোনায় আরও ৯৫ মৃত্যু
পরবর্তী নিবন্ধ৭০ টন সরকারি চাল জব্দের ঘটনায় আড়তদার গ্রেপ্তার