চট্টগ্রামে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু প্রদর্শিত হচ্ছে ২০৬৫ প্রজাতির চারা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৯ জুলাই, ২০২৫ at ৫:৩৬ পূর্বাহ্ণ

পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ স্লোগানে চট্টগ্রামের লালদীঘি ময়দানে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহায়তায় গতকাল সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। এবারের বৃক্ষমেলায় ৬০টি স্টলের মাধ্যমে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে আগত নার্সারি মালিক ও সরকারিবেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলায় ফলদ, বনজ, ঔষধি, শোভাবর্ধনকারী, বিরল ও দুষপ্রাপ্য ২০৬৫ প্রজাতির চারা এবং ২১০ প্রজাতির দেশিবিদেশি ক্যাকটাস প্রদর্শিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদ খানম। চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চারসহ চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন বন বিভাগের বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে দেশের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় পরিকল্পিত বনায়নের গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, জনসচেতনতা ছাড়া বনায়ন টেকসই হবে না। এজন্য সবাইকে বৃক্ষরোপণ ও সংরক্ষণে এগিয়ে আসতে হবে।

বৃক্ষরোপণ অভিযান ও মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং এটি ১৫ দিনব্যাপী চলবে।

বন বিভাগ জানায়, এ ধরনের আয়োজন পরিকল্পিত বনায়ন, সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় মানুষের মধ্যে সচেতনতা আরও বাড়াবে। মেলার উদ্বোধনের পূর্বে একটি র‌্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পূর্ববর্তী নিবন্ধহুদা কমিশনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
পরবর্তী নিবন্ধসচিবালয়ে এখন তারাই, যারা স্লিপের মাধ্যমে এসেছে : জামায়াত