চট্টগ্রামে ১৫ তম জ্যোতির্বিজ্ঞান কর্মশালা

| শুক্রবার , ১৯ মে, ২০২৩ at ৮:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশে জ্যোতির্বিজ্ঞানের অন্যতম পথিকৃৎ অধ্যাপক মোহাম্মদ আবদুল জব্বারের অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে এবং সবার মাঝে জ্যোতির্বিদ্যার প্রসার ঘটাতে চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে আবদুল জব্বার জ্যোতির্বিজ্ঞান কর্মশালার ১৫ তম আসর। প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজিত গত ১১১৩ মে এ কর্মশালায় বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের ন্যাশনাল আউটরিচ কোঅর্ডিনেটর, বাংলাদেশ (নকবিডি) অফিস ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের যৌথ আয়োজনে কর্মশালার আয়োজন করা হয়। সহআয়োজক ছিল বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও ইউনিভার্স অ্যাওয়ারনেস প্রোগ্রাম।

উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন চুয়েট গণিত বিভাগের প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের সিনিয়র কিউরেটর সুকল্যাণ বাছাড় ও পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা মনীশ দেবনাথ ও সমন্বয়ক জান্নাতুল করিমন প্রমুখ। লেকচার সেশনে প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েট অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী, চুয়েট অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব, চবি জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌতবিজ্ঞান গবেষণা কেন্দ্রের জনাব শরীফ মাহমুদ সিদ্দিকী, পরমাণু শক্তি কমিশনের মনীশ দেবনাথ ছাড়াও শাফায়েত রহমান, বিশ্বজিত কর্মকার, ফাতেমা জেরিন প্রত্যাশা, জান্নাতুল করিমন, হাসান মাহমুদ সজীব, ইসরাত সুলতানা ইতু। বিভিন্ন সেশনে অনলাইনে যুক্ত ছিলেন বিমান নাথ, নিরঞ্জন চন্দ্র রায়, সৈয়াদা লাম্মীন আহাদ। সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের সিনিয়র ভাইস প্রিন্সিপ্যাল জনাব ই. . . ইনতেখাব সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত থেকে কর্মশালার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে অস্ত্র মামলায় দুই জনের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড
পরবর্তী নিবন্ধসিআইইউতে অর্পিত সম্পত্তি আইন বিষয়ক সেমিনার