চট্টগ্রামে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৮ প্লাটুন

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৫ নভেম্বর, ২০২৩ at ১:১৯ অপরাহ্ণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত ও সমমনা দলের ডাকা অবরোধে আইনশৃঙ্খলা রক্ষায় নগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহে টহল দিচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। পাশাপাশি মাঠে পুলিশ মোতায়েনও লক্ষ্য করা হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) সকালে নগরীতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে আরও ৮ প্লাটুন বিজিবি।

বিজিবি চট্টগ্রাম-৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, চট্টগ্রামে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে বিজিবি চট্টগ্রামে টহল দিচ্ছে।

বিজিবির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় চট্টগ্রামে মাঠে রয়েছে র‌্যাব-৭। তাদের টহল দল জেলার মহাসড়কজুড়ে তাদের টহল কার্যক্রম চালাবে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পে রিজার্ভ টিম প্রস্তুত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ৪২ টিয়া পাখি অবমুক্ত
পরবর্তী নিবন্ধসংলাপের সময় পার হয়ে গেছে