চট্টগ্রামে ১ অক্টোবর শুরু হবে রক ফেস্ট

| বৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৫০ পূর্বাহ্ণ

চিটাগং মিউজিকেল ব্যান্ড এসোসিয়েশন (সিএমবিএ) আয়োজিত রক ফেস্ট ২০২৩ এ চট্টগ্রামের ২৩টি ব্যান্ড তাদের নিজেদের গান পরিবেশন করবে। ১ অক্টোবর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হবে এ ফেস্ট। দুইদিন ব্যাপি এ আয়োজনের দ্বিতীয় দিন ২ অক্টোবর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রথম স্থান অধিকারী ব্যান্ড দল পাবে আকর্ষণীয় পুরস্কার। তাছাড়া সাসটেইন ব্যান্ডের পক্ষ থেকেও বিজয়ী ব্যান্ডগুলোর জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে সিএমবিএএর সভাপতি সমর বড়ুয়া বলেন, ‘সিএমবিএ চট্টগ্রামের ব্যান্ড মিউজিকের সার্বিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এক ঝাঁক নতুন মেধা সম্পন্ন মিউজিসিয়ানদের নিরলস প্রচেষ্টায় চট্টগ্রামের মাটিতে এই প্রথম উদযাপন হতে যাচ্ছে মৌলিক গান নিয়ে ব্যান্ডগুলোর মৌলিক গানের কনসার্ট। এতে করে আমাদের হারিয়ে যাওয়া স্বর্ণালী গৌরব ফিরে পাব।’ সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান আল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. শাহেদ, সহসাধারণ সম্পাদক কায়সার জাবেদ, কোষাধ্যক্ষ কাজী মাসুদুল হক সহ আরো অনেকেই আসন্ন এই কনসার্টের সার্বিক সফলতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী যদি দেন, অবশ্যই নৌকায় ভোট করব : হিরো আলম
পরবর্তী নিবন্ধ‘কেয়ামত থেকে কেয়ামত’ পরিচালক সোহানুর রহমানের ইন্তেকাল