চেরাগী পাহাড় মোড়ে হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক সংগ্রাম পরিষদের উদ্যোগে এক সমাবেশ ও মানববন্ধন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। এতে হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিকদের মাসিক মজুরি ২০ হাজার টাকা নির্ধারন, রেশনিং প্রথা চালু, নিয়োগপত্র–পরিচয়পত্র ও সবেতন ছুটি প্রদান এবং শ্রমিকদের জন্য ন্যায্যমূল্যের দোকান স্থাপনের দাবির পক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মো. হানিফ। সঞ্চালনা করেন টিইউসি কেন্দ্রীয় সংগঠক ফজলুল কবির মিন্টু। প্রধান অতিথি ছিলেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত। ক্তব্য রাখেন আবু আহাম্মদ মিয়া, নাসরিন আক্তার, হাসিবুর রহমান বিপ্লব, কে এম শহিদুল্লাহ, জাহেদ উদ্দিন শাহিন, মো. ইদ্রিস, শাহানা আক্তার, আব্দুর রহিম, মো. আলমগীর প্রমুখ। প্রধান অতিথি বলেন, স্বাধীনতা সংগ্রাম থেকে সর্বশেষ ২০২৪ পর্যন্ত সকল গণতান্ত্রিক এবং মুক্তির সংগ্রাম অংশগ্রহণকারী শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। শ্রমিকদের বর্তমান অবস্থা অত্যন্ত দুঃখজনক। তাঁদের ন্যায্য মজুরি, সাপ্তাহিক ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য সকলকে একত্রিত হয়ে আন্দোলন জোরদার করতে হবে। তিনি হোটেল এবং রেস্টুরেন্ট শ্রমিকদের জন্য নতুন নিম্নতম মজুরি কাঠামো মাসিক মজুরি ২০ হাজার টাকা ঘোষণা করার দাবি জানান। বক্তারা বলেন, শ্রম আইনের আওতায় শ্রমিকদের সকল অধিকার নিশ্চিত করা এবং তাঁদের জীবনমান উন্নত করার জন্য সরকারের কার্যকরী পদক্ষেপের বিকল্প নেই। প্রেস বিজ্ঞপ্তি।