আনোয়ারায় রাঙ্গাদিয়ায় অবস্থিত রাষ্ট্রয়াত্ব প্রতিষ্ঠান চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিঃ (সিইউএফএল) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে কারখানার নিজস্ব ফায়ার সার্ভিস গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায় রাষ্ট্রয়াত্ব সার কারখানাটি।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে কারখানার ইনসুলেশনের পাইপ লাইনে আগুনের এ ঘটনা ঘটে। এ সময় আগুনের ঘটনায় কারখানার উৎপাদন তিন ঘন্টা বন্ধ ছিল বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করে সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, দুপুর ১ টার দিকে কারখানার ইনসুলেশনের পাইপ লাইনে আগুন ধরে গেলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুনের কারনে কারখানার উৎপাদন ৩ ঘন্টা বন্ধ থাকলেও পরে উৎপাদন কার্যক্রম শুরু হয়। তবে আগুনে বড় ধরনের কোন ক্ষতি হয়নি।