চট্টগ্রামে সার কারখানায় আগুন, উৎপাদন বন্ধ ৩ ঘন্টা

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ৩০ ডিসেম্বর, ২০২৪ at ১১:০৫ অপরাহ্ণ

আনোয়ারায় রাঙ্গাদিয়ায় অবস্থিত রাষ্ট্রয়াত্ব প্রতিষ্ঠান চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিঃ (সিইউএফএল) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে কারখানার নিজস্ব ফায়ার সার্ভিস গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায় রাষ্ট্রয়াত্ব সার কারখানাটি।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে কারখানার ইনসুলেশনের পাইপ লাইনে আগুনের এ ঘটনা ঘটে। এ সময় আগুনের ঘটনায় কারখানার উৎপাদন তিন ঘন্টা বন্ধ ছিল বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করে সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, দুপুর ১ টার দিকে কারখানার ইনসুলেশনের পাইপ লাইনে আগুন ধরে গেলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুনের কারনে কারখানার উৎপাদন ৩ ঘন্টা বন্ধ থাকলেও পরে উৎপাদন কার্যক্রম শুরু হয়। তবে আগুনে বড় ধরনের কোন ক্ষতি হয়নি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে মহাসড়কে অভিযান, ২০টি সিএনজি টেক্সি জব্দ
পরবর্তী নিবন্ধ৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে টোল আদায়, চলবে ১০ ধরনের গাড়ি