চট্টগ্রামে সাইবার ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু

| বুধবার , ১৭ মার্চ, ২০২১ at ১১:৪৪ পূর্বাহ্ণ

তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সংঘটিত অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে চট্টগ্রামে সাইবার ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার। চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক হিসেবে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসকেএম তোফায়েল হাসানকে নিয়োগ দেওয়ার মাধ্যমে এই ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন। টেলিফোন, অনলাইন এবং ই-মেইল হ্যাকিং-সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের জন্য সরকার ২০১৩ সালে একটি সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল গঠন করে। বর্তমানে ঢাকার আদালতে স্থাপিত সাইবার ট্রাইব্যুনালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে (আইসিটি অ্যাক্ট) দায়ের করা মামলার বিচারকাজ চলছে। সাইবার ট্রাইব্যুনাল আইনের-২০০৬-এর বিধানের আলোকেই এসব ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, অনলাইনে মিথ্যা ও গুজব রটানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এবং ৫৭ ধারায় মামলার দ্রুত বিচার শেষ করতে সাইবার ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এ ছাড়া মানহানিকর তথ্য প্রকাশ, মিথ্যা বা ভীতি প্রদর্শক তথ্য-উপাত্ত প্রকাশ, ধর্মীয় অনুভূতিতে আঘাত, আইন-শৃঙ্খলার অবনতি ঘটানো, অনুমতি ছাড়াই ব্যক্তিগত তথ্য সংগ্রহের বিচার হবে এই ট্রাইব্যুনালে।

পূর্ববর্তী নিবন্ধএমপি দিদারের সাথে সীতাকুণ্ড সমিতি নেতৃবৃন্দের সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধঅনেকে আ. লীগের সুবিধাটা নিতে চায় কিন্তু বঙ্গবন্ধু নিয়ে কাজে আগ্রহী নয়