চট্টগ্রামে সাইবার আইনে মামলা

ফেসবুকে প্রধান উপদেষ্টাকে কটূক্তি

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৪ at ১১:০৭ পূর্বাহ্ণ

সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামকে কটূক্তির অভিযোগে মোকতার হোসেন নামে একজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন এক যুবক। গতকাল চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির চৌধুরীর আদালতে মামলাটি করেন ফটিকছড়ি উপজেলার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফেজ মো. সাইফুদ্দিন।

ট্রাইব্যুনালের পিপি মেজবাহ উদ্দিন আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বিচারক মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার এজাহারে বলা হয়, গত ১৫ আগস্ট মো. হাসান (গউ যধংংধহ) তার ফেসবুক আইডিতে ৭ মিনিট ৩৭ সেকেন্ড বক্তব্য প্রদান করেন। যাতে ইসলাম ধর্মের সম্মানহানি করা হয়েছে। মুসলিম সমপ্রদায়ের মধ্যে দাঙ্গাহাঙ্গামা সৃষ্টি সংশ্লিষ্ট উসকানি প্রদান করেন। এছাড়া সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে অশালীন কথা বলা হয়।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল
পরবর্তী নিবন্ধচসিক স্বাস্থ্য বিভাগের ইম্যুনাইজেশন রিভিউ সভা