চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ৫২৩ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এর আগে গত ২ এপ্রিল জেলায় একদিনে সর্বোচ্চ ৫১৮ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। আট দিনের মাথায় সংখ্যায় তা ছড়িয়ে গেল। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৫ জনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ২ হাজার ৭৯১টি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৫২৩ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। পরীক্ষাকৃত নমুনায় ১৯ শতাংশের পজিটিভ শনাক্ত হয়েছে এদিন। নতুন শনাক্ত ৫২৩ জনসহ করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ৯১ জনে। এর মধ্যে মহানগরীর ৩৫ হাজার ৩২৭ জন এবং জেলার ৮ হাজার ৭৬৪ জন। শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মাঝে ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। এদের মধ্যে মহানগরীর ৪ জন এবং জেলার ১ জন। এ ৫ জনসহ আক্রান্তদের মাঝে এ পর্যন্ত ৪১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহানগরীর ৩০৩ জন ও জেলার ১১১ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৯১টিসহ এ পর্যন্ত মোট ৩ লাখ ৭১ হাজার ৫৭৬টি নমুনা পরীক্ষা হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৪৪ হাজার ৯১ জনের। হিসেবে চট্টগ্রামে করোনা শনাক্তের গড় হার ১২ শতাংশ। নতুন ৮২ জনসহ এ পর্যন্ত ৩৪ হাজার ৭০০ জন রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে হাসপাতাল থেকে সুস্থতার ছাড়পত্র পেয়েছেন ৪ হাজার ৭২০ জন। অন্যদিকে বাড়িতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ২৯ হাজার ৯৮০ জন। হিসেবে আক্রান্তদের ৭৯ শতাংশ সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্ত ৫২৩ জনের মধ্যে ৪২৯ জন নগরী ও ৯৪ জন উপজেলার বাসিন্দা। বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে একজনও নেই। তবে হোম কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ৩১৪ জন। চট্টগ্রামের সিভিল সার্জন আজাদীকে গতকাল এসব তথ্য নিশ্চিত করেছেন। গতকাল সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬৮টি নমুনা পরীক্ষা করে ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৭৪৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ৬৬ জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৫০৭টি নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৩৩৬টি নমুনা পরীক্ষা করে ১৩৮ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২১৬টি নমুনা পরীক্ষা করে ৮৩ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৮১৮টি নমুনা পরীক্ষা করে ১৬২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাব এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) কোনো নমুনা পরীক্ষা করা হয়নি। এছাড়া কঙবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনার অস্তিত্ব মিলেনি।
প্রসঙ্গত, চট্টগ্রামে প্রথম করোনার রোগী শনাক্ত হয় গত বছরের ৩ এপ্রিল। গত বছরের ২৯ জুন সর্বোচ্চ ৪৪৫ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছিল। এর আগে ১ এপ্রিল জেলায় ২৮৭ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছিল। এরপর ৩ এপ্রিল ৪৬৭ জন, ৪ এপ্রিল ২৩২ জন, ৫ এপ্রিল ৩০৭ জন, ৬ এপ্রিল ৪৯৪ জন, ৭ এপ্রিল ৪১৪ জন, ৮ এপ্রিল ৪৭৩ জন এবং ৯ এপ্রিল ৩৮০ জন রোগী শনাক্ত হয়।












