চট্টগ্রামে সরস্বতী পূজা উদযাপন

উৎসবমুখর পরিবেশ

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে হিন্দু সমপ্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। বিদ্যাদেবীর কৃপালাভের আশায় বিভিন্ন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ঘরে ঘরে গতকাল মঙ্গলবার এই পূজা উদযাপিত হয়। এবার সবচেয়ে বড়ো পূজা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পূজামণ্ডপ এবং রেলওয়ের (পূর্ব) পূজা উদযাপন পরিষদের মণ্ডপে। এছাড়া চট্টগ্রাম আইন কলেজ, ওমর গনি এমইএস কলেজ, চট্টগ্রাম কলেজ, চেরাগী পাহাড়, জামালখান, নালাপাড়া, রহমতগঞ্জ জেএম সেন লেইন, পাথরঘাটাসহ নগরীর বিভিন্ন মণ্ডপে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।
ধর্মীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা ও জ্ঞানদাত্রী দেবী সরস্বতী পৃথিবীতে আসেন। গত সোমবার সন্ধ্যার পর থেকে ঢাক-ঢোল-বাঁশি বাজিয়ে, আতশবাজি পুড়িয়ে উৎসব সহকারে নগরের বিভিন্ন মণ্ডপে নেয়া হয় দেবীর প্রতিমা। গতকাল সকাল থেকে মণ্ডপে মণ্ডপে শুরু হয় মা সরস্বতীর পূজা। পূজাকে কেন্দ্র করে নগরীতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। নগরের পাড়ায় পাড়ায়, অলিগলিতে পূজামণ্ডপে পুজার্থীরা স্বাস্থ্যবিধি মেনে মায়ের পাদপদ্মে অঞ্জলি দেন। দেবীর সামনে ‘হাতেখড়ি’ দিয়ে শিশুদের বিদ্যাচর্চার সূচনা হয়েছে অনেক স্থানে।
রেলওয়ের পূর্বাঞ্চল পূজা উদযাপন পরিষদ : রেলওয়ে (পূর্ব) পূজা উদযাপন পরিষদের উদ্যোগে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে সরস্বতী পূজার আয়োজন করা হয়। ছিল আলোচনা সভা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রেলওয়ে চট্টগ্রামের (পূর্ব) প্রধান যান্ত্রিক প্রকৌশলী ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন। তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরে পদার্পণ করলেও রেলওয়ে পূর্বাঞ্চলে কর্মরত কর্মকর্তা-কর্মচারী সনাতন ধর্মালম্বীদের জন্য একটি মন্দির নির্মাণ না হওয়াটা দুঃখজনক। রেলওয়ে প্রশাসনের সাথে সম্মিলিত উদ্যোগে মন্দির নির্মাণে স্থান নির্বাচন করার জন্য আহ্বান জানান তিনি।
সংগঠন ও অনুষ্ঠানের সভাপতি বাবুল কান্তি চক্রবর্তী সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন রেলওয়ে চট্টগ্রামের বিভাগীয় তত্ত্বাবধায়ক (কারখানা) তাপস কুমার দাশ, সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী হরেন্দ্র কুমার নাথ ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অরুণ চন্দ্র দাশ। অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টর শুকলাল দাশ এবং দৈনিক বণিক বার্তা চট্টগ্রাম ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ সুজিত সাহাকে সংবর্ধনা প্রদান করা হয়।
বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আশীষ কুমার চৌধুরী, কার্যকরী সভাপতি তাপস চন্দ্র দে, সহ-সভাপতি কনক কুমার মন্ডল, সহ-সাধারণ সম্পাদক স্বপন কান্তি মজুমদার, সহ-সভাপতি কানন বরন দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার, মাধব চন্দ্র মল্লিক বিটু, সাংগঠনিক সম্পাদক শান্তনু দাশ প্রমুখ। সংগঠনের অতিরিক্ত সাধারণ সম্পাদক অরুণ ভদ্রের সঞ্চালনায় সংগীত পরিবেশন করেন সত্যজিৎ দাশ, অসীম দত্ত, সুস্মিতা দস্তিদার, তপন চন্দ্র ধর, কৃষ্ণাখা ভট্টাচার্য্য, দিবাকর বালা, অন্বেষা দাশ, নৈরীতা মন্ডল দেয়া ও অনন্যা দাশ।

পূর্ববর্তী নিবন্ধপ্রশাসনের মদদ পাচ্ছে সরকারি দলের প্রার্থীরা : জিএম কাদের
পরবর্তী নিবন্ধদারোয়ানকে বেঁধে পৌনে ৩ লাখ টাকাসহ আরো ৫৫ লাখ টাকার সিগারেট লুট