সপ্তাহের প্রথম কার্যদিবসেই আয়কর সেবা বুথগুলো ফের জমজমাট হয়ে উঠেছে। গতকাল রোববার চট্টগ্রামের ৪টি কর অঞ্চলের সেবা বুথগুলোতে ৪ হাজারের বেশি করদাতা রিটার্ন জমা দেন। এ সময় রাজস্ব আদায় হয়েছে কোটি টাকার বেশি।
কর কর্মকর্তারা জানান, রোববার চট্টগ্রামে রিটার্ন জমা জমা পড়েছে ৪ হাজার ২৬২টি। বিপরীতে আয়কর আদায় হয়েছে ১ কোটি ৯ লাখ ২৬ হাজার ৫৩৭ টাকা। এরমধ্যে সবচেয়ে বেশি রিটার্ন জমা পড়েছে কর অঞ্চল–১ এ। অন্যদিকে সবচেয়ে বেশি আয়কর আদায় হয়েছে কর অঞ্চল–৪ এ।
এদিন কর অঞ্চল–১ এর অধীনে রিটার্ন জমা দিয়েছেন ১ হাজার ৬৬৭ জন। আয়কর জমা হয়েছে ৪২ লাখ ২০ হাজার ৩৮৬ টাকা। কর অঞ্চল–২ এর অধীনে রিটার্ন জমা দিয়েছেন ৮২২ জন। আয়কর জমা হয়েছে ১৫ লাখ ৭০ হাজার ৫৩ টাকা।
এছাড়া কর অঞ্চল–৩ এর অধীনে রিটার্ন জমা দিয়েছেন ৯০৮ জন। আয়কর জমা হয়েছে ৯ লাখ ১৫ হাজার ৯৮ টাকা। কর অঞ্চল–৪ এর অধীনে রিটার্ন জমা দিয়েছেন ৮৬৫ জন। আয়কর জমা হয়েছে ৪২ লাখ ২১ হাজার টাকা।