চট্টগ্রামে করোনার সংক্রমণ হার আবার পাঁচের নিচে নেমেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সংক্রমণ হার নির্ণিত হয় ৪ দশমিক ৭৪ শতাংশ এবং নতুন ১১৯ জন আক্রান্ত শনাক্ত হন। এ দিন শহর ও গ্রামে কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে আজকের প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়। খবর বাসসের।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, বুধবার ফৌজদারহাট বিআইটিআইডি, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, নগরীর এগারো ল্যাব ও এন্টিজেন টেস্টে চট্টগ্রামের ২ হাজার ৫১০ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ১১৯ জনের মধ্যে শহরের ৮৫ জন এবং তেরো উপজেলার ৩৪ জন।
জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৭৮৬ জন। সংক্রমিতদের মধ্যে শহরের ৯১ হাজার ৪৬৫ ও গ্রামের ৩৪ হাজার ৩২১ জন। উপজেলা পর্যায়ে শনাক্ত ৩৪ জনের মধ্যে মীরসরাইয়ে ৭, ফটিকছড়িতে ৫, সীতাকুণ্ড ও বোয়ালখালীতে ৪ জন করে, পটিয়ায় ৩ জন, রাঙ্গুনিয়া, হাটহাজারী ও সাতকানিয়ায় ২ জন করে এবং লোহাগাড়া, বাঁশখালী, চন্দনাইশ, আনোয়ারা ও রাউজানে একজন করে রয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনায় শহর ও গ্রামে কেউ মৃত্যুবরণ করেননি। জেলায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জনই রয়েছে। এর মধ্যে ৭৩৪ শহরের ও ৬২৮ জন গ্রামের।
উল্লেখ্য, চট্টগ্রামে এক মাস সাত দিন পর করোনাভাইরাসের সংক্রমণ হার পাঁচের নিচে নেমেছিল ১৩ ফেব্রুয়ারি। এদিন ১০৭ জন নতুন আক্রান্ত শনাক্ত হন। সংক্রমণ হার ছিল ৪ দশমিক ৯৬ শতাংশ। এ সময়ে করোনায় আক্রান্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে মাঝের দুই দিন এ হার পাঁচ শতাংশ ছাড়িয়ে যায়। ১৪ ফেব্রুয়ারি ১৮৮ জনের সংক্রমণ ধরা পড়ে। সংক্রমণের হার ছিল ৬ দশমিক ৩১ শতাংশ। কোনো করোনা রোগির মৃত্যু হয়নি। ১৫ ফেব্রুয়ারি সংক্রমণ হার ছিল ৫ দশমিক ৯৩ শতাংশ। এদিন করোনা ভাইরাসে আক্রান্ত ২ জনের মৃত্যু ঘটে এবং ১৬৫ জন নতুন বাহক চিহ্নিত হন।