চট্টগ্রামে সংক্রমণ হার ২ শতাংশের নীচে

নতুন শনাক্ত ২৮

| বৃহস্পতিবার , ৩ মার্চ, ২০২২ at ১০:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ হার আবার ২ শতাংশের নীচে নেমেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় ২৮ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। সংক্রমণ হার ১ দশমিক ৫৯ শতাংশ। এ সময়ে আক্রান্ত কোনো রোগী মৃত্যুর খবর পাওয়া যায়নি। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, নতুন রোগীদের মধ্যে শহরের ২০ ও সাত উপজেলার ৮ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে মিরসরাইয়ে ২ জন এবং রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারী, সন্দ্বীপ, পটিয়া ও চন্দনাইশে একজন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ২৬ হাজার ৪৭৫ জন।

পূর্ববর্তী নিবন্ধসাক্ষ্যগ্রহণ হয়নি বদির বিরুদ্ধে
পরবর্তী নিবন্ধ‘ঠিক সময়ের চিকিৎসায় সারানো যায় শিশুর জন্মগত ত্রুটি’