চট্টগ্রামে শুক্রবার করোনায় আক্রান্ত ২ জন

আজাদী অনলাইন | শুক্রবার , ২৫ মার্চ, ২০২২ at ১১:৩২ পূর্বাহ্ণ

গত ২৪ ঘণ্টায় ৪১৬টি নমুনা পরীক্ষা করে ২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৪৮ শতাংশ। নতুন আক্রান্তরা নগরের বাসিন্দা।

শুক্রবার (২৫ মার্চ) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। এসময়ে অ্যান্টিজেন টেস্ট সহ ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে বিআইটিআইডি ল্যাবে, ১২৮টি।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬১৬ জন। এর মধ্যে মহানগরে ৯২ হাজার ৮৫ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫৩১ জন। মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬২ জনের। এর মধ্যে মহানগরে ৭৩৪ জন এবং উপজেলায় ৬২৮ জন।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৬
পরবর্তী নিবন্ধকক্সবাজার উপকূল দিয়ে পাচারের সময় ৫৮ জন উদ্ধার