চট্টগ্রামে নগরীর চেয়ে উপজেলায় করোনা আক্রান্ত শনাক্ত ফের বেশি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৬২ টি নমুনা পরীক্ষায় নতুন ২৪৭ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে, যা চলতি মাসের সর্বোচ্চ। এর মধ্যে উপজেলার ১২৪ জন (সংক্রমণ হার ৫৩.৪৪) ও নগরীর ১২৩ জন (সংক্রমণ হার ১৩.২২)। নগর উপজেলা দুটি মিলে সংক্রমণ হার ২১ দশমিক ২৫ শতাংশ। ফলে এ অঞ্চলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৬ হাজার ৮৮০ জনে।
এর মধ্যে নগরীর ৪৪ হাজার ৬২৭ জন ও উপজেলার ১২ হাজার ২৫৩ জন। এর আগে ১৯ জুন শনাক্ত ১৩৬ জনের মধ্যে নগরীর বাসিন্দা ছিলেন ৬৭ জন ও উপজেলার ৬৯ জন। সংক্রমণ হার ২১ দশমিক ১৮ শতাংশ।
সিভিল সার্জন জানায়, সংক্রমণ হার সবচেয়ে বেশি ছিল ১৩ জুন, ২৪ দশমিক ৫৯ শতাংশ। একদিনে সবচেয়ে কম আক্রান্ত শনাক্ত হয় ৬ জুন, ৬০ জন। মাসের সর্বনিম্ন ৯ দশমিক ৪ শতাংশ সংক্রমণ হার রেকর্ড হয় ১২ জুন। এদিকে চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় মহামারি করোনার আঘাতে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাসিন্দা। গত বছরের ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত চট্টগ্রামে ৬৬৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নগরীর বাসিন্দা ৪৬৪ জন ও উপজেলার ২০২ জন। সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে একজনের মৃত্যু হওয়ায় এ মাসের প্রথম ২৩ দিনে করোনায় মোট মৃতের সংখ্যা এখন ৪৪ জন। মাসের সর্বোচ্চ ৪ জন করে মারা যান দুই দিন, ১৭ ও ২০ জুন। মৃত্যুশূন্য ছিল তিনদিন।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, উপজেলা পর্যায়ে গত ২৪ ঘন্টায় শনাক্ত ১২৪ জনের মধ্যে সর্বোচ্চ ফটিকছড়িতে ৩৪ জন, রাউজানে ২১ জন, হাটহাজারীতে ২০ জন, সীতাকুণ্ড ও রাঙ্গুনিয়ায় ১৬ জন করে, মিরসরাইয়ে ৮ জন, বোয়ালখালীতে ৫ জন এবং সন্দ্বীপ, পটিয়া, লোহাগাড়া ও সাতকানিয়ায় ১ জন করে রয়েছেন। গত ২৪ ঘন্টায় সুস্থতার ছাড়পত্র দেয়া হয় ১৬৪ জনকে। ফলে মোট আরোগ্য লাভকারীর সংখ্যা ৪৮ হাজার ১৩৭ জনে উন্নীত হলো। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬ হাজার ৩৫৩ জন ও ঘরে আইসোলেশনে থেকে চিকিৎসায় সুস্থ্য হন ৪২ হাজার ১৮৫ জন। হোম আইসোলেশন বা কোয়ারেন্টাইনে যুক্ত হন ৪৩ জন ও ছাড়পত্র নেন ৬২ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ১২৮ জন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বৃহস্পতিবার আজাদীকে এসব বিষয় নিশ্চিত করেন।