চট্টগ্রামে শনাক্তের হার ৭ শতাংশের নিচে, মৃত্যু ২

আজাদী প্রতিবেদন | শনিবার , ১১ সেপ্টেম্বর, ২০২১ at ৫:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আরো ১০৬ জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণ হার ৬ দশমিক ৮৭ শতাংশ। এ সময় ১ হাজার ৫৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ১০৬ জনের মধ্যে নগরীর বাসিন্দা রয়েছে ৫৪ জন ও ১১ উপজেলার ৫২ জন। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ৬৬৬ জন। এর মধ্যে নগরীর বাসিন্দা ৭৩ হাজার ১২ জন ও উপজেলার ২৭ হাজার ৬৫৪ জন।
উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ হাটহাজারীতে ১৫ জন, ফটিকছড়িতে ১০ জন, সীতাকুণ্ডে ৬ জন, বোয়ালখালী ও মিরসরাইয়ে ৫ জন করে, চন্দনাইশে ৪জন, রাউজানে ৩ জন এবং রাঙ্গুনিয়া, লোহাগাড়া, বাঁশখালী ও পটিয়ায় ১ জন করে রয়েছেন।
এদিকে করোনায় গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একজন নগরীর ও একজন উপজেলার বাসিন্দা। মৃতের সংখ্যা বেড়ে এখন ১ হাজার ২৬৪ জনে দাড়িয়েছে। এর মধ্যে নগরীর বাসিন্দা ৭০১ জন ও উপজেলার ৫৬৩ জন। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে সুস্থতার ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১০৮ জন। এ নিয়ে মোট আরোগ্যলাভকারীর সংখ্যা ৭৮ হাজার ৫১৬ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১০ হাজার ১২৫ জন এবং বাসায় চিকিৎসা নিয়েছেন ৬৮ হাজার ৩৯১ জন। এছাড়া হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনে নতুন যুক্ত হয়েছেন ১৫৯ জন এবং ছাড়পত্র নিয়েছেন ১৯০ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৩৪৮ জন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গতকাল শুক্রবার আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধদুই বছর পর জেগেছে শিল্পকলা
পরবর্তী নিবন্ধভ্যাকসিনের বুস্টার ডোজ ২০২২ সাল পর্যন্ত স্থগিত রাখার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার