চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আরো ১০৬ জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণ হার ৬ দশমিক ৮৭ শতাংশ। এ সময় ১ হাজার ৫৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ১০৬ জনের মধ্যে নগরীর বাসিন্দা রয়েছে ৫৪ জন ও ১১ উপজেলার ৫২ জন। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ৬৬৬ জন। এর মধ্যে নগরীর বাসিন্দা ৭৩ হাজার ১২ জন ও উপজেলার ২৭ হাজার ৬৫৪ জন।
উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ হাটহাজারীতে ১৫ জন, ফটিকছড়িতে ১০ জন, সীতাকুণ্ডে ৬ জন, বোয়ালখালী ও মিরসরাইয়ে ৫ জন করে, চন্দনাইশে ৪জন, রাউজানে ৩ জন এবং রাঙ্গুনিয়া, লোহাগাড়া, বাঁশখালী ও পটিয়ায় ১ জন করে রয়েছেন।
এদিকে করোনায় গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একজন নগরীর ও একজন উপজেলার বাসিন্দা। মৃতের সংখ্যা বেড়ে এখন ১ হাজার ২৬৪ জনে দাড়িয়েছে। এর মধ্যে নগরীর বাসিন্দা ৭০১ জন ও উপজেলার ৫৬৩ জন। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে সুস্থতার ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১০৮ জন। এ নিয়ে মোট আরোগ্যলাভকারীর সংখ্যা ৭৮ হাজার ৫১৬ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১০ হাজার ১২৫ জন এবং বাসায় চিকিৎসা নিয়েছেন ৬৮ হাজার ৩৯১ জন। এছাড়া হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনে নতুন যুক্ত হয়েছেন ১৫৯ জন এবং ছাড়পত্র নিয়েছেন ১৯০ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৩৪৮ জন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গতকাল শুক্রবার আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন।