চট্টগ্রামে শনাক্তের সংখ্যা ও হার উভয়ই কমেছে

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামে মঙ্গলবার ২ হাজার ৫৭৫টি নমুনা পরীক্ষায় নতুন করে আরো ৫৪৯ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। পরীক্ষাকৃত নমুনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২১.৩২ শতাংশে। আগের দিন সোমবার ৭২৯ জন শনাক্তে এ হার ছিল ২৪.৩৮ শতাংশ। হিসেবে আগের দিনের তুলনায় শেষ ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা ও হার উভয়ই কমেছে। শেষ ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। এ নিয়ে আক্রান্তদের মাঝে এ পর্যন্ত ১ হাজার ৩৫৯ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য পর্যালোচনায় দেখা যায়, নতুন বছরের শুরু থেকেই চট্টগ্রামে করোনা সংক্রমণ অস্বাভাবিক হারে বাড়ছে। বছরের প্রথম দিন শনাক্তের হার ছিল ১ শতাংশের ঘরে। কয়েকদিন আগে শনাক্তের হার ৪০ শতাংশে ঠেকে। কিছুটা কমে এখন এই হার ২১ শতাংশে নেমেছে।
মঙ্গলবার পর্যন্ত সবমিলিয়ে চট্টগ্রামে করোনা সংক্রমিত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২০ হাজার ৯৯২ জনে। এদিকে, মঙ্গলবার শনাক্ত ৫৪৯ জনের ৩৭৬ জন মহানগরের। আর ১৭৩ জন উপজেলার। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধদেশে আরও ৩৬ মৃত্যু, শনাক্ত ১২১৯৩
পরবর্তী নিবন্ধচাকরি পাচ্ছেন ভাতের বিনিময়ে পড়াতে চাওয়া সেই যুবক