চট্টগ্রামে শনাক্ত আরও ৪২১, মৃত্যু ৪ জনের

সংক্রমণ হার ৩৪ দশমিক ১৭ শতাংশ

আজাদী প্রতিবেদন | শনিবার , ৩ জুলাই, ২০২১ at ৬:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৩২ টি নমুনা পরীক্ষায় ৪২১ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ৩৪ দশমিক ১৭ শতাংশ। এর মধ্যে নগরীর বাসিন্দা ২৮৪ জন ও উপজেলার ১৩৭ জন। গত বছরের ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত চট্টগ্রামে ৫৯ হাজার ৭৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নগরীর বাসিন্দা রয়েছে ৪৬ হাজার ৫৪৭ জন ও উপজেলার ১৩ হাজার ১৯০ জন। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৪ রোগীর মৃত্যু হয়।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ৩৬ জন সীতাকুণ্ডে। এছাড়া, মিরসরাইয়ে ৩০, হাটহাজারীতে ১৬, রাউজানে ১৫, ফটিকছড়িতে ১৪, আনোয়ারায় ৮, রাঙ্গুনিয়ায় ৬, সন্দ্বীপ ও পটিয়ায় ৩ জন করে, লোহাগাড়া ও সাতকানিয়ায় ২ জন করে এবং বাঁশখালী ও চন্দনাইশে একজন করে আক্রান্ত হয়েছেন।
এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনার আঘাতে নগরীর ২ জন ও উপজেলার ২ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে এখন ৭১০ জন। এতে নগরীর বাসিন্দা ৪৭৯ জন ও উপজেলার ২৩১ জন। সিভিল সার্জন অফিস সুত্র জানায়, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে সুস্থতার ছাড়পত্র পেয়েছেন ১৪৪ জন। ফলে করোনায় মোট আরোগ্য লাভকারীর সংখ্যা ৪৯ হাজার ৬০৮ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬ হাজার ৫৬১ জন এবং ঘরে থেকে চিকিৎসায় সুস্থ্য হন ৪৩ হাজার ৪৭ জন। হোম কোয়ারেন্টাইন বা আইসোলেশনে নতুন যুক্ত হন ১৮১ জন ও ছাড়পত্র নিয়েছেন ৮৮ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৫২২ জন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গতকাল শুক্রবার আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধপিক নিয়ে যা ভাবছেন বিশেষজ্ঞরা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের বিদেশগামী কর্মীদের নিবন্ধন কখন কীভাবে