চট্টগ্রামে পাঁচদিন পর করোনার সংক্রমণ হার ১ শতাংশের বেশি

আজাদী অনলাইন | রবিবার , ১৩ মার্চ, ২০২২ at ১১:২০ পূর্বাহ্ণ

গত ২৪ ঘণ্টায় ৫৪৪টি নমুনা পরীক্ষা করে ১০জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা নমুনা পরীক্ষার তুলনায় ১ দশমিক ৮৩ শতাংশ। এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।

রোববার (১৩ মার্চ) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৪টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৭ জন মহানগর এলাকার ও ৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৫৯৪ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৯২ হাজার ৬৭ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫২৭ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৬২ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পূর্ববর্তী নিবন্ধতেল-গ্যাস খাতে আরও ভারতীয় বিনিয়োগ চায় রাশিয়া
পরবর্তী নিবন্ধআজ আসছে না হাদিসুরের মরদেহ