চট্টগ্রামে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তিনদিনব্যাপী পর্যালোচনা সভা

| শুক্রবার , ২২ অক্টোবর, ২০২১ at ৫:৫৫ পূর্বাহ্ণ

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে চট্টগ্রাম বিভাগের রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের ‘অনিষ্পন্ন মামলার মনিটরিংসহ নন পারফরমিং লোন আদায়’ সংক্রান্ত তিনদিনব্যাপী পর্যালোচনা সভার উদ্বোধনী অনুষ্ঠান সোনালী ব্যাংক লিমিটেডের চট্টগ্রামস্থ জেনারেল ম্যানেজার কার্যালয়ের সম্মেলন কক্ষে গতকাল অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী দিনে সভাপতিত্ব করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম-সচিব রুখসানা হাসিন। সভায় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. জেহাদ উদ্দিন, সোনালী ব্যাংক লিমিটেডের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. আলী আশরাফ আবু তাহের, জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. কামরুল আহছান, রূপালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. শাহজাহান চৌধুরী, বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক মো. শফিউল আজম, অগ্রণী ব্যাংকের ডিজিএম আশীষ কুমার মুহুরী, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ডিজিএম মহিউদ্দিন আহম্মদ, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের ডিজিএম মো. রুহুল কবীর, বেসিক ব্যাংকের ডিজিএম ফয়সাল শাহ কোরেশী, বাংলাদেশ হাউজ বিল্ডিং এন্ড ফাইনান্স কর্পোরেশনের ডিজিএম মোহাম্মদ আলী জিন্নাহ, কর্মসংস্থান ব্যাংকের ডিজিএম মো. আব্দুর রহিম, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক উত্তম কুমার ঘোষ, প্রবাসী কল্যাণ ব্যাংকের এসপিও সুমন কান্তি দেব, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার প্রিয়াংকা মিত্র প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাসূল (দ.) মানবজাতির জন্য রহমত স্বরূপ
পরবর্তী নিবন্ধআইনজীবীদের উপস্থিতি ছাড়া বিচার কাজ সম্পাদন সম্ভব নয়