চট্টগ্রামে রাজনৈতিক সহাবস্থানের পরিবেশ নষ্ট করেছে আওয়ামী লীগ

নেতাদের বাসায় হামলার প্রতিবাদে বিএনপির বিবৃতি

আজাদী প্রতিবেদন | সোমবার , ৫ আগস্ট, ২০২৪ at ৫:১৬ পূর্বাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইসচেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, নগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন ও বর্তমান আহ্বায়ক এরশাদ উল্লাহ’র চট্টগ্রামের বাসায় হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করার প্রতিবাদ জানিয়েছে দলটির চট্টগ্রামের নেতারা। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। এতে বলা হয়, চট্টগ্রামে রাজনৈতিক সহাবস্থানের যে পরিবেশ ছিল বিএনপি নেতাকর্মীদের বাসায় হামলার মধ্য দিয়ে আওয়ামী লীগ সেটা নষ্ট করে দিয়েছে।

বিবৃতিদাতারা হচ্ছেনবিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান, চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। এছাড়া পৃথক বিবৃতিতে প্রতিবাদ জানিয়েছেন নগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।

বিবৃতিতে দলের শীর্ষ নেতাদের বাসায় আগুন দিয়ে ‘নারকীয় তাণ্ডব’ চালানো হয়েছে দাবি করে উদ্বেগ প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে বিএনপি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছে। চট্টগ্রামে আওয়ামী লীগের শত উস্কানির মুখেও বিএনপি শান্তিপূর্ণভাবে কর্মসূিচ পালন করেছে। চলমান বৈষম্য বিরোধী কোটা সংস্কারের ছাত্র আন্দোলনে বিএনপি সরাসরি যুক্ত না থাকলেও আওয়ামী লীগ শুরু থেকেই বিএনপিকে দোষারোপ করে আসছে। শিক্ষার্থীদের আন্দোলনে দিশেহারা হয়ে তারা আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত করতে চট্টগ্রামে বিএনপির নেতাদের বাসায় ও দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসংলাপে বসে বিদ্যমান সংকট নিরসন করার আহ্বান
পরবর্তী নিবন্ধশিক্ষামন্ত্রী-মেয়রের বাসায় হামলায় চসিক কলেজ ও স্কুল শিক্ষক সমিতির নিন্দা