পণ্য ও যাত্রীবাহী যানবাহনে চাঁদাবাজির অভিযোগে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ৩০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার নগরীর কাপ্তাই রাস্তার মাথা, বালুরটাল, পাহাড়তলী, আকবর শাহ ও একে খান মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। খবর বিডিনিউজের।
র্যাব–৭ এর সহকারী পরিচালক নুরুল আবছার জানান, পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, সিএনজি চালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ আসছিল। চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথায় সিএনজি চালিত অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। বালুরটাল এলাকা থেকে ধরা হয় ৪ জনকে।
র্যাব কর্মকর্তা আবছার জানান, পাহাড়তলী থানার হোটেল মেরিন সিটির সামনে মিনিবাস থেকে চাঁদা নেওয়ার সময় ৪ জনকে, আকবর শাহ এবং এ কে খান মোড় থেকে ৩ জন এবং বায়েজিদ থানার অঙিজেন মোড়ে যানবাহনে চাঁদা আদায়কালে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের কাছ থেকে চাঁদার ৪১ হাজার ৫৬৩ টাকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব কর্মকর্তা নুরুল আবছার জানান, কাপ্তাই রাস্তার মাথায় রিয়াদ ও বখতিয়ার উদ্দিন সিকদারের নেতৃত্বে চাঁদাবাজি চলে। বালুর টাল এলাকায় নেতৃত্ব দেয় ইয়াবা রুবেল ও মিজান, পাহাড়তলীতে পেয়ার আহম্মেদের নেতৃত্বে এবং আকবরশাহ ও একে খান মোড়ে নারায়নের নেতৃত্বে চাঁদাবাজি করা হয়। এছাড়া বায়েজিদ থানার অঙিজেন মোড় এলাকায় সোহেলের নেতৃত্বে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তোলা হয়।