চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর, ২০২৫ at ৬:১১ পূর্বাহ্ণ

মহান বিজয় দিবসে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা জানিয়েছেন চট্টগ্রামের সর্বস্তরের মানুষ। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ভোরের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গে নগরের কাট্টলীস্থ অস্থায়ী মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ শিক্ষার্থী, পেশাজীবী ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের সরব উপস্থিতিতে হয়ে ওঠে শ্রদ্ধা ও আবেগের মিলনস্থল। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে পুলিশের একটি চৌকস দল সশস্ত্র অভিবাদন জানায়।

ভোর থেকে চট্টগ্রামের সড়কগুলোতে ফুল আর জাতীয় পতাকা হাতে শিক্ষার্থী, পেশাজীবী ও বিভিন্ন সামাজিকরাজনৈতিক দলের নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখে গেছে।

উৎসবমুখর নানা কর্মসূচির মধ্য দিয়ে উদ্‌যাপিত হয় মহান বিজয় দিবস। নগরের উত্তর কাট্টলীতে অবস্থিত অস্থায়ী স্মৃতিসৌধ ও নন্দনকাননে অবস্থিত শহীদ মিনারে সকাল থেকেই ছিল মানুষের ঢল।

মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডাঃ শাহাদাত হোসেন, বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ, সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবির, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।

পরে স্মৃতিস্তম্ভ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে সেখানে ভিড় করেন নানা বয়সী মানুষ। কেউ ফুল হাতে, কেউ ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে, আবার কারও হাতে ছিল লাল সবুজের জাতীয় পতাকা।

এ সময় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তাদের কণ্ঠে উচ্চারিত হয় মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গড়ার অঙ্গীকার।

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন: চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে ১৬ ডিসেম্বর মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। এর পর ডিসি পার্কের দক্ষিণ পার্শ্বে অবস্থিত কাট্টলীস্থ অস্থায়ী মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডাঃ শাহাদাত হোসেন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ, সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবির, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি, জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম।

এছাড়া বীর মুক্তিযোদ্ধা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ট্যুরিস্ট পুলিশ, রেলওয়ে পুলিশ, পিবিআই, নৌপুলিশ, আনসারভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বীর মুক্তিযোদ্ধা বিভিন্ন সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সকল সরকারি, আধাসরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে/ ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন সাংবাদিকদের বলেন, ২০২৫ সালের এই বিজয় দিবস আমাদের জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অন্যান্য বছরের তুলনায় এবার আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা এমন একটি বাংলাদেশ গড়ার পথে এগোচ্ছি, যেখানে মানুষের আশাআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। ১৯৭১ সালে যেভাবে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছিল, তেমনি ২০২৪ সালের জুলাইআগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থান আমাদের নতুন করে স্বপ্ন দেখিয়েছে।

এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৮টায় নগরীর জেলা স্টেডিয়ামে জাতীয় সংগীতের সাথে সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড পরিদর্শন ও কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত মহান বিজয় দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ, অতিরিক্ত পুলিশ কমিশনার হুমায়ুন কবির ও জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।

পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্টেডিয়ামে ডিসপ্লে প্রদর্শন করেন। বিকেল ৩টায় জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যা ৬টায় সিআরবি শিরীষ তলায় জেলা প্রশাসন আয়োজিত বিজয় মেলার সমাপনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মোঃ সাইদুজ্জামান, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ ও শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোছলেহ উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনারকে তলব
পরবর্তী নিবন্ধএপ্রিলের মধ্যে পুরো সক্ষমতায় চলবে কন্টেনার হ্যান্ডলিং