চট্টগ্রাম নগরীতে চুরি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইলসহ যুবরাজ ইয়াসিন নামে চক্রের ১ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগ।
বুধবার(৭ ফেব্রুয়ারি) গোয়েন্দা সূত্রে নিশ্চিত করা হয়, গতকাল নগরীর খুলশী এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, পুলিশ পরিদর্শক মোঃ মনির হোসেনের নেতৃত্বে, এসআই মোঃ জাহিদুল হাসান, এএসআই শাহ সেলিম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর খুলশী থানাধীন খুলশী টাউন সেন্টারে অভিযান পরিচালনা করে ২৬টি বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইলসহ তাকে আটক করে।