চট্টগ্রামে মৃত্যুশূন্য ১৯তম দিনে নতুন আক্রান্ত ৫৪ জন

| রবিবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:৩২ পূর্বাহ্ণ

করোনা ভাইরাসে মৃত্যুশূন্য ১৯তম দিনে চট্টগ্রামে নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় নতুন ৫৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৪ দশমিক ০৭ শতাংশ।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ রিপোর্টে বলা হয়, গতকাল শুক্রবার সরকারি-বেসরকারি মিলিয়ে নগরীর সাতটি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১ হাজার ৩২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন ৫৪ জন বাহকের মধ্যে শহরের বাসিন্দা ৪৬ জন এবং পাঁচ উপজেলার ৮ জন। ফলে এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৩৩ হাজার ৮৪৪ জনে দাঁড়ালো। সংক্রমিতদের মধ্যে শহরের বাসিন্দা ২৬ হাজার ৪৬৩ জন ও গ্রামের ৭ হাজার ৩৮১ জন। উপজেলা পর্যায়ে গতকাল শনাক্ত ৮ জনের মধ্যে সন্দ্বীপে ৩ জন, সীতাকুণ্ডে ২ জন এবং রাউজান, পটিয়া ও বোয়ালখালীতে ১ জন করে রয়েছেন। খবর বাসসের।
গতকাল করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে জেলায় মৃতের সংখ্যা ৩৬৯ জনই রয়েছে। এর মধ্যে ২৬৮ জন শহরের ও ১০১ জন গ্রামের। গতকালসহ একটানা ১৯ দিন চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। করোনার জটিলতায় সর্বশেষ রোগীর মৃত্যু হয় ২৪ জানুয়ারি।

পূর্ববর্তী নিবন্ধনগর ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি
পরবর্তী নিবন্ধওমানে সড়ক দুর্ঘটনায় সন্দ্বীপের ৫ প্রবাসী নিহত