চট্টগ্রামে মূকাভিনয় কর্মশালা

| সোমবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৪৮ পূর্বাহ্ণ

সাইলেন্ট থিয়েটারের আয়োজনে এবং সমাজ সেবা অধিদপ্তরের সহযোগিতায় পি. এইচ. সেন্টার, মুরাদপুরে ১২ ও ১৩ সেপ্টেম্বর দুইদিন ব্যাপী মূকাভিনয় কর্মশালা সম্পন্ন হয়। কর্মশালা উদ্বোধন করেন মূকাভিনয় শিল্পী বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মামুন। প্রধান অতিথি ছিলেন নাট্যজন শিশির দত্ত। অতিথি ছিলেন পি.এইচ.টি সেন্টারের সহকারী পরিচালক মোহাম্মদ কামরুল পাশা ভুইয়া, এশিয়ান ইউনিভার্সিটি ফর ওইমেনের প্রফেসর অব প্র্যকটিসিং পারফর্মিং আর্টস মাসউদুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাইলেন্ট থিয়েটারের সভাপতি আসবাবীর রাফসান। প্রশিক্ষক ছিলেন সাইলেন্ট থিয়েটারের সাধারণ সম্পাদক মেজবাহ চৌধুরী। অতিথিরা বলেন, চট্টগ্রাম মূকাভিনয় চর্চার প্রচার ও প্রসারে কাজ করে যাচ্ছে সাইলেন্ট থিয়েটার। এ ধরনের কর্মশালা চট্টগ্রামের মূকাভিনয়কে আরো বেগবান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। কর্মশালায় ২০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। এছাড়া ১৮ জন বাক ও শ্রবণ প্রতিবন্ধী অবজারভার হিসেবে ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনারীশিক্ষার অগ্রদূত
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে যুবলীগ নেতা গ্রেপ্তার