চট্টগ্রাম মহানগরীসহ সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে এপিবিএন সদস্যরা গত আগস্ট মাসে ২১টি মোবাইল ফোন উদ্ধারসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে। এরমধ্যে ২টি ফেসবুক, ২টি ইমো, ১ টি জি–মেইলের হ্যাকড হওয়া আইডি উদ্ধার করা হয়েছে। বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া ১০ হাজার ৬০ টাকা উদ্ধার করে প্রাপককে বুঝিয়ে দেয়া হয়েছে।
এপিবিএন সদস্যরা অবৈধ মাদকদ্রব্য, চোরাচালান, অস্ত্র–গুলি, বিস্ফোরক দ্রব্য উদ্ধার, হারানো মোবাইল উদ্ধার, বিকাশ প্রতারণা, অনলাইন প্রতারণা, সাইবার অপরাধ, মানব পাচার বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
সম্প্রতি পৃথক পৃথক অভিযানে এপিবিএন সদস্যরা ২৮১ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ৩৮০ গ্রাম গাঁজা, ১৮ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করে। এসব ঘটনায় নগরীর বিভিন্ন থানায় এপিবিএন সদস্যরা বাদি হয়ে ৬টি মামলা রুজুর পাশাপাশি বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।
এছাড়া ৯ এপিবিএনের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ক্যাম্প সদস্যরা অন্যান্য সংস্থার সাথে যৌথ অভিযান চালিয়ে প্রায় আড়াই কোটি টাকা দামের ৩ কেজি ২৪ গ্রাম স্বর্ণ, প্রায় অর্ধকোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ বিভিন্ন অবৈধ সামগ্রি উদ্ধার করে। ব্যাটালিয়ন অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, এপিবিএন কর্তৃক সাইবার অপরাধ, জঙ্গি দমন, মানব পাচার, অবৈধ মাদকদ্রব্য, চোরাচালন, অস্ত্র গুলি ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।