মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের নতুন পরিচালক হিসেবে প্রেষণে দায়িত্ব পেয়েছেন প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী। এর আগে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) এবং চট্টগ্রামের সাতকানিয়া সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ইনসিটু হিসেবে ছিলেন। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ–২ শাখার উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
একই প্রজ্ঞাপনে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর মোহা. আসাদুজ্জামানকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক পদে প্রেষণে পদায়ন করা হয়। পৃথক আরেকটি আদেশে গত বুধবার বান্দরবান জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনীকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের ভারপ্রাপ্ত উপ–পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। ফরিদুল আলম হোসাইনী এর আগে চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
পরিচালক নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, কর্মকর্তা দুইজন পুনরাদেশ না দেওয়া পর্যন্ত উল্লেখিত পদে বদলি করা হলো। তারা আগামী ২০ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন। জানা যায়, এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন প্রফেসর নারায়ন চন্দ্র নাথ। গত ২৩ সেপ্টেম্বর নারায়ন চন্দ্র নাথকে ওএসডি করে শিক্ষা মন্ত্রণালয়। তারপর থেকে প্রায় দুই মাস ধরে শূন্য ছিল চট্টগ্রাম অঞ্চলের পরিচালকের পদ।