চট্টগ্রামে মঞ্চনাটক ‘বুকের ভেতর বাবুই পাখি’ প্রদর্শিত

| শনিবার , ৯ আগস্ট, ২০২৫ at ১১:৩৫ পূর্বাহ্ণ

তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চট্টগ্রামে প্রদর্শিত হয়েছে মঞ্চনাটক ‘বুকের ভেতর বাবুই পাখি’। ‘আমার চোখে জুলাই বিপ্লব’ শিরোনামকে প্রতিপাদ্য করে চট্টগ্রাম জেলা পরিষদের আয়োজনে ও পৃষ্ঠপোষকতায় গত রবিসোমবারে জেলা শিল্পকলা একাডেমিতে এবং থিয়েটার ইনস্টিটিউটের মঞ্চে এই নাটক প্রদর্শিত হয়। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের ছাত্র ঋজু লক্ষ্মী অবরোধ। সহকারি নির্দেশনায় ছিলেন ফাহমিদা আকতার। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয়ে করেছেনরাশেদুল ইসলাম, ফাহমিদা আকতার, আছাদ বিন রহমান, আল আমিন ইসলাম, আফিয়া ইবনাত ওয়াফা, নাঈম আহমেদ ইমন, আফরিন তিশা, রোহান আল মোহান, শাহরিয়ার প্রান্ত, সুজয়, তোয়া, সাব্বির, জাহাঙ্গীর, রাই, তারা, পূর্ণতা, রিমি, হামিদ, দ্বীপ, অনুভূ। নাটকের সঙ্গীত পরিকল্পনায় ছিলো সেমন্তী, আলোক পরিকল্পনায় ছিলো আসলাম ও সঞ্জিত। নাটকের সাথে যুক্ত সকলেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নাট্যকলা বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী। নাটকটি সম্পর্কে নির্দেশক ঋজু লক্ষ্মী অবরোধ বলেন, জুলাই এক দুঃসহ সময়, যা আমাদের একত্রিত করেছিলো। আবু সাঈদের প্রসারিত দুইহাত থেকে অজপাড়াগাঁয়ের হৃদয় তরুয়ার শহীদি মৃত্যু আমাদেরকে নতুন করে স্বপ্ন দেখিয়েছে। আমরা স্বৈরাচারের বিশাল পাথর আমাদের ঘাড় থেকে নামাতে পেরেছি। সেরকমই এক জীবন আমাদের নাটকের বৈশাখের। ২ দিনে মোট ৩টি প্রদর্শনী মঞ্চস্থ হয়েছে নাটকটির। জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে নাটকটির প্রদর্শনী দর্শকদের মন ছুয়েছে বলে উপস্থিত দর্শকরা জানিয়েছেন।

৪ আগস্ট টিআইসিতে নাটক দেখতে উপস্থিত হয়েছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও প্রশাসক মোহাম্মদ নুরুল্লাহ নুরী, প্রধান নির্বাহী কর্মকতা চৌধুরী রওশন ইসলাম, নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ দিদারুল আলম এবং সহকারি প্রকৌশলী তরিকুল ইসলাম এবং চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ।

পূর্ববর্তী নিবন্ধগর্ভাবস্থায় রাধিকাকে ডাক্তার দেখাতে দেননি প্রযোজক!
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক মেরামতে লবিস্ট ফার্মের সঙ্গে চুক্তি মিয়ানমারের