চট্টগ্রামে ভারি বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় সতর্কতা জারি

আজাদী অনলাইন | বুধবার , ১৯ জুন, ২০২৪ at ৩:১৬ অপরাহ্ণ

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রামসহ দেশের ৩ জেলায় ভারি বৃষ্টির ও ভূমি ধসের আশঙ্কা করা হয়েছে। এদিকে দেশের সকল সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কবার্তা জারি করা হয়েছে।

বুধবার (১৯ জুন) আবহাওয়ার পূর্বাভাসে এ সকল তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, বুধবার (১৯ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

সেখানে আরও বলা হয়, ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ী এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিয়ের ২৫ দিনের মাথায় কর্ণফুলীতে মিলল বোয়ালখালীর যুবকের লাশ
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে বাসের ধাক্কা, প্রাণে রক্ষা পেল যাত্রীরা