ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জাভেদ প্যাটেল, কাউন্সেলর টম বার্গ ও ডিফেন্স এটাচি লে. ক. আলান হিনটনসহ কূটনৈতিকদের অভ্যর্থনা গতকাল সোমবার নগরীর রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হয়। দক্ষিণ আফ্রিকার অনারারি কনসাল সোলায়মান আলম শেঠের সৌজন্যে এই অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণের প্রকাশক জসিম উদ্দিন চৌধুরী, সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর, ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রামের সেকেন্ড সেক্রেটারি উদত জা।
সোলাইমান আলম শেঠ ডেপুটি হাইকমিশনার জাভেদ প্যাটেলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। রোহিঙ্গা ইস্যুতে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়া মহামারিতে একসাথে সহায়তা ও কাজ করার কথা জানান তিনি। ডেপুটি হাইকমিশনার, কাউন্সিলর এবং ডিফেন্স এটাচি সাউথ সোলায়মান আলম শেঠকে ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।