চট্টগ্রামে ব্যবসায়ীর হা‌রিয়ে যাওয়া টাকা ভ‌র্তি ব্যাগ উদ্ধার করলো পু‌লিশ

| বৃহস্পতিবার , ১৫ আগস্ট, ২০২৪ at ৬:২৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে সিএন‌জি‌ টেক্সিতে ভুলে ফেলে যাওয়া মোঃ জিয়াউল হক নামে এক‌ ব্যক্তির টাকা ভর্তি ব্যাগ উদ্ধার করে হস্তান্তর করেছে বায়ে‌জিদ বোস্তা‌মি থানা পু‌লিশ।

বৃহস্প‌তিবার (১৫ আগস্ট) থানা সূত্রে নি‌শ্চিত করে বলা হয়, গতকাল কর্মস্থল থেকে‌ সিএনজিযোগে বায়েজিদ বোস্তামী থানাধীন চন্দ্রনগরস্থ বাসায় ফেরার পর ভুলবশত টাকা ভর্তি ব্যাগ সিএনজি টেক্সিতে ফেলে যান জিয়াউল হক।

পরে বিয়ষ‌টি থানা পু‌লিশকে জানানো হলে বায়ে‌জিদ বোস্তা‌মি থানা পু‌লিশ তথ্য প্রযুক্তির সহায়তায় খোয়া যাওয়া টাকা উদ্ধার পূর্বক জিয়াউল হকের নিকট হস্তান্তর করে।

এ বিষয়ে বা‌য়ে‌জিদ বোস্তা‌মি থানার ও‌সি সনজয় কুমার সিনহা বলেন, আমাদেরকে এ ব্যাপারে অবগত করা হলে সাথে সাথে তথ্যপ্রযু‌ক্তির সহায়তায় খোয়া যাওয়া টাকা উদ্ধারপূর্বক জিয়াউল হকের নিকট হস্তান্তর করতে সক্ষম হয়।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ২ লাখ ইয়াবাসহ মাদক কারবারি আটক
পরবর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন মজুমদারের ইন্তেকাল