বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগে আদনান শরীফ নামে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে নগরীর বাকলিয়া ডিসি রোডের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বৃহস্পতিবার বিকেলে নগরীর পাঁচলাইশ থানায় করা হত্যা ও বিস্ফোরক আইনের দুই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আদনান শরীফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি চলমান আন্দোলনের একজন সমন্বয়ক বলে পরে জানতে পেরেছেন বলে জানান ওসি।
এ প্রসঙ্গে পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা আজাদীকে জানান, গত ১৬ জুলাই মুরাদপুরে সংঘর্ষের ঘটনার ভিডিও ফুটেজে আদনান শরীফকে দেখা গেছে। তিনি ঘটনায় জড়িত। এ জন্য তাঁকে পাঁচলাইশ থানার হত্যা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি চলমান কোটা আন্দোলনের একজন সমন্বয়ক কিনা জানতে চাইলে ওসি বলেন, আমরা গ্রেপ্তারের পর জানতে পেরেছি তিনি আন্দোলনের একজন সমন্বয়কারী। তবে তাকে আমরা গ্রেপ্তার করেছি একজন নাশকতাকারী হিসেবেই।