ভাতিজার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে নগরের একটি কমিউনিটি সেন্টার থেকে আটক হয়েছেন নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এম এ আজিজ। গত সোমবার দিবাগত রাতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট এলাকা থেকে কোতোয়ালী থানা পুলিশ তাকে আটক করে। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। গত ৫ আগস্টে সরকার পতনের পর থেকে আজিজ আত্মগোপনে ছিলেন বলে জানায় পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এই প্রতিবেদন লেখাকালীন এম এ আজিজ থানা হেফাজতে ছিল। তাকে বেগমগঞ্জ থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি আবদুল করিম।
তিনি বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তা যাচাই করে দেখা হচ্ছে।