চট্টগ্রামে বিভাগীয় হজ্ব অফিস চালুর দাবি

হজ্বযাত্রী কল্যাণ পরিষদের স্মারকলিপি

| মঙ্গলবার , ২১ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৪৯ পূর্বাহ্ণ

পাহাড়তলী হাজী ক্যাম্পে চট্টগ্রাম বিভাগীয় হজ্ব অফিস চালু করতে বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর গতকাল সোমবার স্মারকলিপি প্রদান করেছে হজ্বযাত্রী কল্যাণ পরিষদ। স্মারকলিপিতে বলা হয়, পাহাড়তলী হাজী ক্যাম্পে চট্টগ্রাম বিভাগীয় হজ্ব অফিস চালু, উন্নয়ন ও সংস্কারে ২০১৬ সালে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়। দীর্ঘ পাঁচ বছর পরও কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। এদিকে বিশ্ব করোনা মহামারি চলমান অবস্থায় গত ১ মহররম থেকে বিদেশিদের জন্যও ওমরাহ খুলে দেয়া হয়। এতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে চট্টগ্রাম বিভাগের মানুষ ওমরাহ করতে যাচ্ছেন। আগামী হজ্বে স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশের হাজীরা হজ্ব করতে যাবেন। চট্টগ্রাম বিভাগের হজ্বযাত্রীর সংখ্যা শতকরা ২৬ ভাগ। হজ্ব এজেন্সির সংখ্যা শতের উপরে। চট্টগ্রাম বিভাগীয় হজ্ব অফিস চালু করতে প্রধানমন্ত্রীর পুনঃদৃষ্টি আকর্ষণ করছি।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন হজ্বযাত্রী কল্যাণ পরিষদের সভাপতি আহমদুল ইসলাম চৌধুরী, মহাসচিব অধ্যক্ষ ডা. আবদুল করিম, অধ্যাপক কাজী শাহাদাৎ হোসাইন, আবু মুহাম্মদ নুরুল ইসলাম, ডা. সালেহ আহমেদ সুলেমান, অধ্যক্ষ ডা. নুরুল আমিন, মুহাম্মদ ইদ্রিস, শাহজাদা কায়সার মির্জা, আহমদ হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধদ্রব্যমূল্যের ঊর্ধগতিতে সিপিবির উদ্বেগ
পরবর্তী নিবন্ধফের বিয়ে করলেন গায়িকা ইভা রহমান