চট্টগ্রামে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেফতার ৪

| বুধবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৩:০৮ অপরাহ্ণ

চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে ১৪৯৫ বোতল বিদেশি বিয়ার ও ৫ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন নেভাল একাডেমি এলাকায় অভিযান চালিয়ে মো. আরফিল ইসলাম (২১) ও মো. আবু তালেব (৪২) নামের দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৪৯৫ বোতল বিদেশি বিয়ার জব্দ করা হয়।

একই রাতে সাতকানিয়া থানার ঢেমশা এলাকায় অভিযান চালিয়ে নুর বাহার (৬২) ও রোকিয়া বিবি (২১) নামের দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বাড়ির গোয়াল ঘরের বালির স্তূপে লুকানো ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে টেকনাফ ও কক্সবাজার সীমান্তবর্তী সৈকতে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন স্থানে সরবরাহ করছিল।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৩৪ জন গ্রেফতার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য আটক