২০২১ সালে সূচিত তরিকাপন্থি অরাজনৈতিক জাতীয় সংগঠন- বাংলাদেশ তরিকত পরিষদ (বিটিপি) এর আয়োজনে শনিবার (২৯ নভেম্বর) বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে চট্টগ্রামের বিভিন্ন তরিকা ও দরবারের পীর-মাশায়েখদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন বিটিপির চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সভাপতিমন্ডলীর সদস্য ও ঐতিহ্যবাহী চট্টগ্রাম দরবার শরিফের সাজ্জানশিন হযরতুল আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.জি.আ.)।
চট্টগ্রাম দরবার শরীফের ব্যবস্থাপনায় ও বাংলদেশ তরিকত যুব পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সমন্বয়ে মতবিনিময় সভায় মহা-সম্মানিত অতিথির আসন অলংকৃত করেন বিশ্ববিখ্যাত মাইজভাণ্ডারী তরিকার সূতিকাগার- মাইজভাণ্ডার দরবার শরীফস্থ গাউসিয়া রহমান মঞ্জিলের শাহজাদা- আওলাদে রাসুল (দ.)- আওলাদে গাউছুল আজম (ক.) হযরত সৈয়দ নাঈমুর রহমান মাইজভান্ডারী আল হাসানী ওয়াল হোসাইনী (মা.জি.আ)।
বিশেষ মেহমানগণ ছিলেন বিটিপির কেন্দ্রীয় সভাপতি ও খান্দানী দরবার শরিফের পীর আবুল বাশার খান্দানি (মা.জি.আ), কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ডেমরাস্থ চিশতিয়া খানকাহ শরিফের পরিচালক শাহছুফি শামসুল আলম চিশতী (মা.জি.আ), প্রেসিডিয়াম মেম্বার ও টঙ্গীস্থ হায়দারী দরবার শরিফের পীরছাহেব শাহছুফি হযরত আলী রেজা পেহলভী হায়দার রয়েল হায়দারী (মা.জি.আ), প্রেসিডিয়াম মেম্বার ও কুমিল্লার দৌলতবাড়ী দরবার শরিফের পীরছাহেব শাহসুফি সৈয়দ নঈমুদ্দিন আল কাদেরী (মা.জি.আ), সহ-সভাপতি ও টঙ্গীস্থ মোহাম্মদীয়া খানকাহ শরিফের পরিচালক হযরত শাহছুফি গোলাম মোহাম্মদ সাত্তার মোল্লা (মা.জি.আ), কুমিল্লার রাজাপুর দরবার শরিফের পীরছাহেব হযরত শাহছুফি দলীলুর রহমান রাজাপুরী (মা.জি.আ), পটিয়ার সোলতান ভাণ্ডর দরবার শরিফের পীরছাহেব হযরত শাহছুফি ডা. সৈয়দ এয়াকুব আলী (মা.জি.আ), মোহাম্মদীয়া কাফেলা ঐক্য পরিষদের প্রধান খাদেম হযরত এ আর কামরুল ইসলাম (মা.জি.আ), বিটিপি বার্তা সম্পাদক ও চনপাড়া দরবার শরিফের পীর হযরত শাহছুফি খাজা নিজামুদ্দিন চিশতি (মা.জি.আ), অর্থ সম্পাদক ও হাই বখশি দরবার শরিফের নায়েব সাজ্জাদানশিন শাহছুফি হযরত হাবিবুন্নবী হাই বখশি (মা.জি.আ), যাত্রাবাড়িস্থ পরদেশী দরবার শরিফের পীরছাহেব ও বিটিপি’র দপ্তর সম্পাদক মিলন পরদেশী (মা.জি.আ), বোয়ালখালীস্থ উজির আউলিয়া দরবার শরিফের সাজ্জাদানশিন হযরত শাহছুফি আলহাজ্ব আবুল হাশেম ( হাশেম ফকির) মাইজভাণ্ডারী, চন্দনাইস্থ রহমানিয়া দরবার শরিফের সাজ্জাদানশিন হযরত মোহাম্মদ গোলাম মওলা চৌধুরী (মা.জি.আ), উত্তর মেখল দরবারে মনোয়ার শরিফের শাহজাদা সৈয়দ মোহাম্মদ ছালেকুল মওলা (মা.জি.আ), নজু ভাণ্ডার দরবার শরিফের মোন্তাজেম ও চট্টগ্রাম জেলা যুব পরিষদের সহ-সভাপতি শাহজাদা ইরফান আহমেদ নজুভাণ্ডারী (মা.জি.আ), চট্টগ্রাম দরবার শরিফের মোন্তাজেম হযরত ডা. সৈয়দ আরেফ হোসাইন শাহ (মা.জি.আ), হাফেজ নগর দরবারে আলীয়া শরিফের নায়েব মোন্তাজেম হযরত সৈয়দ ইরফানুল হক হাফেজনগরী (মা.জি.আ), আস্তানায়ে নজির ভাণ্ডার দরবার শরিফের নায়েব সাজ্জাদানশিন হযরত মিনহাজুল আমিন রিফাত আজহারী (মা.জি.আ), চট্টগ্রাম দরবার শরিফের নায়েব মোন্তাজেম হযরত মাওলানা ছৈয়দ মশিউর রহমান রাহাত (মা.জি.আ), ফরহাদাবাদ দরবার শরিফ ও গোমদন্ডি দরবার শরিফের আওলাদেপাক হযরত শাহজাদা সৈয়দ ফয়জুল আমিন রামিম ফরহাদাবাদী (মা.জি.আ), আমির ভাণ্ডার দরবার শরিফস্থ শাহ মঞ্জিলের মোন্তাজেম হযরত শাহজাদা ছৈয়দ জোনায়েদ আজিম আমিরী (মা.জি.আ), পটিয়াস্থ মঈনুদ্দিন চিশতিয়া খেদমত পরিষদের খাদেম হযরত মাওলানা ইসমাইল আহমেদ চিশতি (মা.জি.আ), বিশিষ্ট সমাজসেবক আশেকে রাসুল এডভোকেট ফেরদৌস আলম (মা.জি.আ), মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনালের চট্টগ্রাম জেলা সহ-সভাপতি আলী রেজা (মা.জি.আ), আমির ভাণ্ডার খানকাহ শরিফের পরিচালক গোলামে আমির আব্দুর রহিম আমিরী (মা.জি.আ.), খানকায়ে রাহে ভাণ্ডার বাকলিয়ার অন্যতম পরিচাল খলিফা আলহাজ্ব শাহজাদা ছৈয়দ সোলতানুল আলম খোকন, সোলতানুল আরেফিন ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপ্যাল মাওলানা আবুল কাশেম আল কাদেরী রাহে ভাণ্ডারী (মা.জি.আ.) এবং ভাইস প্রিন্সিপ্যাল মাওলানা তানবিরুল ইসলাম আল কাদেরী (মা.জি.আ.) সাংবাদিক রশিদুল হাসান সাহেদ, বিশিষ্ট সমাজসেবক নাছির উদ্দিন, সাংবাদিক মাহবুবুর রহমান, শায়েখ মাওলানা নজরুল ইসলাম বদরপুরী (মা.জি.আ), কেন্দ্রীয় যুব প্রধান শাহ মিডু, ঢাকা উত্তরের আহ্বায়ক খিজির শাহ, দক্ষিণের আহ্বায়ক রাসেল মাহমুদ অয়ন, গাজিপুর জেলা যুব প্রতিনিধি রিয়াদ হোসেন, নাসির উদ্দিন, মোবারক হোসেন আবুল উলায়ী, রেহানী মোস্তফা আবুল উলায়ী, ব্রাক্ষণবাড়িয়া যুব আহ্বায়ক খলিফা মোহাম্মদ কিবরীয়া, ফেনী আহ্বায়ক হাসনাতুর রহমান সুজন, কক্সবাজার আহ্বায়ক শেখর বি. রাসেল, চট্টগ্রাম জেলা যুব সেক্রেটারী আলী আকবর বাবুল, বন্দর থানা সভাপতি ডা. রবিন, জেলা সাংগঠনিক সম্পাদক এডভোকেট ইব্রাহিম হোসেন বিপু প্রমুখ।
দেশের বিভিন্ন প্রান্তের শতাধিক দরবারের পীর মাশায়েকগণের অংশগ্রহনে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভাটি যৌথভাবে পরিচালনায় ছিলেন বিটিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও গাজিপুরস্থ বৈরাবরী সোলতানিয়া পাক দরবার শরিফের পীরজাদা হযরত শাহছুফি আব্দুল আলিম অভি বৈরাবরী আল কাদেরী (মা.জি.আ) এবং চট্টগ্রাম জেলা যুব প্রধান ও চট্টগ্রাম দরবার শরিফের আওলাদেপাক শাহজাদা ছৈয়দ সাইফুল আলম নাইডু (মা.জি.আ.)।












