চট্টগ্রামে বাড়ছে না ভোটকেন্দ্র

ত্রয়োদেশ সংসদ নির্বাচন

আজাদী প্রতিবেদন | বুধবার , ২০ আগস্ট, ২০২৫ at ৬:০৭ পূর্বাহ্ণ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনে ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ছে না। গত দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ২০২০টি। ভোট কক্ষের সংখ্যা ছিল ১৩৯৫৪টি। ত্রয়োদশ সংসদ নির্বাচনেও পূর্বের নির্ধারিত ভোটকেন্দ্রগুলোতে ভোটগ্রহণ হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

গত ১৮ আগস্ট নির্বাচন কমিশনে ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালা নিয়ে সভা হয়। সভায় কোনো যৌক্তিক কারণ ছাড়া ভোটকেন্দ্র না বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে। সভা শেষে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, আজকে আমরা আলোচনা করেছি ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালা নিয়ে। এখানে বলেছি, ভোটকেন্দ্রের সংখ্যা বাড়বে না। বাড়বে না এর অর্থ এই নয় যে, অতীতে যা ছিল সেটাই একদম হুবহু রাখতে হবে। যৌক্তিক বিবেচনায় যদি বাড়ে সেটা বাড়ানো হবে। আমাদের পার ভোটকেন্দ্র জাতীয় নির্বাচনের সঙ্গে সম্পর্কিত ৩ হাজার জনের জন্য একটা কেন্দ্র, সেই অনুযায়ী হিসাব করে ভোটকেন্দ্র না বাড়িয়েও শুধু ভোটার উপস্থিতির বিষয়টাকে যদি বিবেচনায় নিই, তাহলে হয়তো দেখা যাবে এটাকে সমন্বয় করতে পারছি। উদাহরণ হিসেবে বলতে পারি, এখন আমাদের পার কেন্দ্রে পুরুষদের জন্য আছে ৫০০ জনের জন্য একটা বুথ। এটাকে যদি ৬০০ করতে পারি তাহলে দেখা যেতে পারে, আমরা একোমোডেট করতে পারব। সেইভাবে আমরা একটু হিসাব করছি এবং হিসাব করে যদি দেখি যে, হ্যাঁ এটা গ্রহণযোগ্য, তাহলে আমরা সেই মাত্রায় কাজ করব।

চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের অধীনস্থ সকল থানা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাগণ সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটকেন্দ্রসহ বুথগুলো (ভোটকক্ষ) পরিদর্শন করে তালিকা তৈরি করেছেন। পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত ভোটকেন্দ্রগুলোর তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা। নির্বাচন কমিশন থেকে ক্ষতিগ্রস্ত ভোটকেন্দ্রগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে মেরামত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে (ভোটকেন্দ্রটি যে সরকারি দপ্তরের) অনুরোধ জানিয়ে পত্র দেয়া হয়েছে। চট্টগ্রাম নগরী ও জেলায় মেরামতযোগ্য ভোটকেন্দ্রের সংখ্যা ২৭৭টি বলে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে ১৬ সংসদীয় আসনে ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ১ হাজার ৯৫৮টি। আর ভোটকক্ষের সংখ্যা ছিল ১১ হাজার ৮৫৪টি। একাদশ জাতীয় সংসদের তুলনায় দ্বাদশে ৬২টি ভোটন্দ্রে বেড়েছিল। প্রসঙ্গত, নগরী ও জেলায় মোট ভোটার সংখ্যা ৬৮ লাখ ৩৫ হাজার ৬৬৯ জন।

পূর্ববর্তী নিবন্ধএনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চায় দুদক
পরবর্তী নিবন্ধসিকদার পরিবার ও এস আলমের বিরুদ্ধে মামলা হচ্ছে