চট্টগ্রামে বাসা থেকে স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট, গৃহকর্মী গ্রেফতার

| রবিবার , ২০ এপ্রিল, ২০২৫ at ৭:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের খুলশী থানার একটি বাসা থেকে স্বর্ণ চুরির ঘটনায় গৃহকর্মী নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই গৃহকর্মী স্বর্ণ চুরি করে জুয়েলারি দোকানে বিক্রি করেছিলেন। স্বর্ণ বিক্রির নগদ টাকা তার কাছেই ছিল।

শনিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ওয়াপদা গেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই গৃহকর্মীর নাম নুর জাহান আক্তার (২৫)।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন জানিয়েছেন, গতকাল বাসা থেকে একটি বাসা থেকে স্বর্ণ চুরির অভিযোগে একটি মামলা রুজু হয়। পরে তদন্ত করে আমরা এর সঙ্গে গৃহকর্মী নুর জাহানের সম্পৃক্ততা পাই। অভিযান চালিয়ে তাকে আমরা গ্রেপ্তার করি এবং তার কাছ থেকে স্বর্ণ বিক্রির এক লাখ ৬ হাজার টাকা উদ্ধার করি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
পরবর্তী নিবন্ধঅপহরণের ১৪ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার