বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের উদ্যোগে এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় চট্টগ্রাম বিভাগে সম্পূর্ণ সরকারি খরচে ছয় মাসব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হক বলেন,”এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে চট্টগ্রামের তরুণরা প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। যা তাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
চট্টগ্রাম জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সহায়তায় লজিক্যাল ট্রায়াঙ্গেল লিমিটেড ও এনআরবি জবস লিমিটেড মিলে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়।