চট্টগ্রামে প্রস্তুত করা হচ্ছে ৪০ হাজার ভোটগ্রহণ কর্মকর্তাকে

প্রশিক্ষণ শুরু, চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত । প্রাথমিক নির্বাচনী সামগ্রী পৌঁছেছে উপজেলাগুলোতে

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৫ জানুয়ারি, ২০২৬ at ৬:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে ভোটগ্রহণের জন্য প্রশিক্ষণের মাধ্যমে ৪০ হাজার ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রস্তুত করা হচ্ছে। গত ২২ জানুয়ারি থেকে আসনভিত্তিক ভোটগ্রহণ কর্মকর্তাদের (প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার) প্রশিক্ষণ শুরু হয়েছে। ২২ জানুয়ারি পটিয়া উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণের মাধ্যমে আসনভিত্তিক ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়। এরপর ২৩ জানুয়ারি সীতাকুণ্ড উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ হয়।

গতকাল হাটহাজারী উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ উপজেলার পার্বতী মডেল উচ্চ বিদ্যালয় এবং হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনে এবার মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৯৬৫টি এবং বুথের সংখ্যা ১২০০১টি। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনে ভোটগ্রহণের জন্য লাগবে ১,৯৬৫ জন প্রিসাইডিং অফিসার, ১২,০০১ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ২৪,০০২ জন পোলিং অফিসার।

ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষ হবে আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি কর্ণফুলী উপজেলা ও আনোয়ারা উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণের মাধ্যমে। আজ ২৫ জানুয়ারি মীরসরাই উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মীরসরাই কলেজ এবং মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। আগামীকাল ২৬ জানুয়ারি সন্দ্বীপ উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ হবে।

এদিকে ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। জেলাভিত্তিক আসন অনুযায়ী ভোটগ্রহণের যাবতীয় সামগ্রী (নির্বাচনী সামগ্রী) পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। গতকাল চট্টগ্রাম আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসে গিয়ে দেখা গেছে, ইতোমধ্যে আসনভিত্তিক প্রয়োজনীয় প্রাথমিক নির্বাচনী সামগ্রী (কলমকালি, বস্তা, সুঁইসুতা, কাগজ, আঠা, মোমবাতিদিয়াশলাইসহ অন্যান্য মনোহরি সামগ্রী) পাঠানো হয়েছে। জেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা জানান, চট্টগ্রামের জন্য প্রয়োজনীয় স্বচ্ছ ব্যালট বঙ আগে থেকেই জেলা নির্বাচন অফিসের গুদামে মজুত রয়েছে।

চট্টগ্রামের ১৬ আসনে নির্বাচনী মাঠে রয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের ১১৪ জন প্রার্থী। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ২২ জানুয়ারি থেকে প্রচারণা শুরু করেছেন। প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনে মোট ভোটার সংখ্যা ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৪ লাখ ৮৩ হাজার ৮৭৭ জন এবং মহিলা ভোটার ৩১ লাখ ৯৮ হাজার ৫৭০ জন। এবার তৃতীয় লিঙ্গের ভোটার ৭০ জন।

পূর্ববর্তী নিবন্ধসর্বোচ্চ পেশাদারত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ
পরবর্তী নিবন্ধ২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান