চট্টগ্রামে প্রতি বছর ডেঙ্গুতে আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়ছে। মশক নিধনে ব্যর্থতা, জনসচেতনতার অভাবসহ বিভিন্ন কারণে মশাবাহী এই রোগের বিস্তার ভয়াবহ রূপ নিচ্ছে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের একটি প্রতিবেদন বিশ্লেষণ করে উপরোক্ত শঙ্কার কথা জানা গেছে। বিশেষ প্রজাতির মশা থেকে ডেঙ্গু রোগের সৃষ্টি হয়। ঘরের আশপাশসহ পানি জমে থাকা স্থানগুলো নিয়মিত পরিষ্কার করা এবং মশক নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে এই রোগের বিস্তার ঠেকানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু চট্টগ্রামে প্রতি বছর ডেঙ্গু রোগী এবং এই রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ছে। বিষয়টিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রামে ২০২১ সালে ২৭১ জন, ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন এবং ২০২৩ সালে ১৪ হাজার ৮৭ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছিলেন। এদের মধ্যে ২০২১ সালে ৫ জন, ২০২২ সালে ৪১ জন এবং ২০২৩ সালে ১০৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা যান। চলতি বছরের নভেম্বর পর্যন্ত ১১ মাসে ২১ নারীসহ ৪০ জনের প্রাণ গেছে ডেঙ্গুতে। চারদিকে যেভাবে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে বছর শেষে এই সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ায় তা সময় বলে দেবে বলে মন্তব্য করা হয়েছে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, শুধুমাত্র মশক নিয়ন্ত্রণ করার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ সম্ভব। অথচ মশক নিধনে আমরা ব্যর্থতার পরিচয় দিচ্ছি। আমাদের ব্যর্থতা এবং জনগণের সচেতনতার অভাবে ডেঙ্গুর বিস্তার ঘটছে।
আরো এক নারীর মৃত্যু : ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরো এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি নভেম্বর মাসের ২২ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে ১৫ জনের প্রাণ গেল। চলতি বছরের নভেম্বর পর্যন্ত ১১ মাসে ২১ নারীসহ ৪০ জনের প্রাণ গেছে ডেঙ্গুতে। গতকাল শনিবার সন্ধ্যায় জেলা সিভিল সার্জনের কার্যালয়ের এক প্রতিবেদনে ডেঙ্গুর এই চিত্র উঠে এসেছে।
ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া মর্তুজা বেগম (৩৬) বাঁশখালীর বাসিন্দা। গত বৃহস্পতিবার তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরদিন শুক্রবার রাতে মারা যান। এ নিয়ে চট্টগ্রামে চলতি বছরে মারা যাওয়া ৪০ জনের মধ্যে নারী ২১ জন, পুরুষ ১৫ জন এবং শিশু ৪ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। নভেম্বর মাসের গত ২২ দিনে মোট আক্রান্তের সংখ্যা ৮৫২ জন। আর চলতি বছরে চট্টগ্রামে মোট ৩ হাজার ৭৮৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
চলতি বছরের শুরু থেকে ২২ নভেম্বর পর্যন্ত শনাক্তদের মধ্যে ২ হাজার ৪৫৩ জন নগরীর বাসিন্দা। বাকি ১ হাজার ৩৩৪ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। মোট শনাক্ত ডেঙ্গু রোগীর মধ্যে পুরুষ ২ হাজার ২৬ জন, নারী ১ হাজার ৬১ জন এবং শিশু ৭০০ জন।