চট্টগ্রামে নারীদের তুলনায় দ্বিগুণ পুরুষের টিকাগ্রহণ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামে করোনার টিকা গ্রহীতার সংখ্যা ১ লাখ ৩০ হাজার ছাড়াল। গতকাল বুধবার পর্যন্ত মহানগর ও উপজেলা মিলিয়ে চট্টগ্রাম জেলায় মোট ১ লাখ ৩০ হাজার ১১৪ জন মানুষ করোনার টিকা নিয়েছেন। যা টিকা গ্রহণে আগ্রহী মোট নিবন্ধনকারীর ৬৫ ভাগ। গতকাল দুপুর পর্যন্ত চট্টগ্রামের মোট ১ লাখ ৯৮ হাজার ৭১৬ জন অনলাইনে টিকার নিবন্ধন সম্পন্ন করেছেন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) করোনা ভ্যাকসিন প্রদান কমিটির সদস্য সচিব ডা. সেলিম আকতার চৌধুরী আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
চসিকের স্বাস্থ্য বিভাগ ও সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী- মহানগরসহ চট্টগ্রাম জেলায় গতকাল একদিনে মোট ১৫ হাজার ৩৮১ জন টিকা গ্রহণ করেছেন। এর মধ্যে মহানগরের ১১টি কেন্দ্রে মোট ৮ হাজার ২৮০ জন টিকা নিয়েছেন বলে জানান চসিক করোনা ভ্যাকসিন প্রদান কমিটির সদস্য সচিব ডা. সেলিম আকতার চৌধুরী। আর ১৪ উপজেলায় ৭ হাজার ১০১ জন টিকা নিয়েছেন বলে জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
এদিকে, মহানগরসহ জেলায় গতকাল পর্যন্ত মোট টিকাগ্রহীতা ১ লাখ ৩০ হাজার ১১৪ জনের মধ্যে ৮৫ হাজার ৪৮০ জন পুরুষ ও ৪৪ হাজার ৬৩৪ জন মহিলা টিকা নিয়েছেন। আর মোট টিকা গ্রহীতার মধ্যে মহানগরে ৬৫ হাজার ৫৪৫ জন এবং উপজেলা পর্যায়ে ৬৪ হাজার ৫৬৯ জন টিকা নিয়েছেন। টিকাদানের ক্ষেত্রেও অন্যান্য অঞ্চলের তুলনায় চট্টগ্রাম অনেক এগিয়ে রয়েছে বলে জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ও চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।
নিবন্ধনধারীর ৬৫ ভাগ টিকা নিয়েছেন : চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী- টিকা গ্রহনে আগ্রহীর সংখ্যা এরইমধ্যে দুই লাখ ছুঁইছুঁই চট্টগ্রামে। বুধবার দুপুর পর্যন্ত মহানগরসহ চট্টগ্রাম জেলায় মোট ১ লাখ ৯৮ হাজার ৭১৬ জন অনলাইনে টিকার নিবন্ধন সম্পন্ন করেছেন। তবে বুধবার রাতেই নিবন্ধনের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে যেতে পারে। এদিকে, নিবন্ধকৃত ১ লাখ ৯৮ হাজার ৭১৬ জনের মধ্যে গতকাল পর্যন্ত টিকা গ্রহন করেছেন ১ লাখ ৩০ হাজার ১১৪ জন। হিসেবে চট্টগ্রামে মোট নিবন্ধনধারীর ৬৫ ভাগই এরইমধ্যে টিকা নিয়েছেন। এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে বলেন- চট্টগ্রামে মোট নিবন্ধনধারীদের মধ্যে মহানগরে টিকা নিতে নিবন্ধন করেছেন ১ লাখ ৪ হাজার ৯১৯ জন। আর উপজেলা পর্যায়ে ৯৩ হাজার ৭৯৭ জন নিবন্ধন করেছেন।
উল্লেখ্য, সারাদেশের পাশাপাশি ৭ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিক ভাবে করোনার টিকাদান শুরু হয়েছে চট্টগ্রামেও। প্রথম দিন মহানগর ও উপজেলা মিলিয়ে মোট ১ হাজার ৯০ জনকে টিকা দেয়া হয় চট্টগ্রামে। ২য় দিন দেয়া হয় ২ হাজার ৬৭৮ জনকে। ৩য় দিন একদিনে টিকাগ্রহীতার সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে যায়। হিসেবে প্রথম ৩ দিনে চট্টগ্রামের প্রায় ১০ হাজার (৯ হাজার ৮২৭ জন) মানুষ করোনার টিকা নেন। ৪র্থ দিন একদিনেই নেন ১০ হাজার। এরপর থেকে দৈনিক প্রায় ২০ হাজার মানুষ করোনার টিকা নিচ্ছেন চট্টগ্রামে।

পূর্ববর্তী নিবন্ধসরকার বাজার নিয়ন্ত্রণ না করে উল্টো ব্যবসায়ীদের পক্ষ নিয়েছে
পরবর্তী নিবন্ধরমজানে টিকা গ্রহণ নিয়ে সংশয়