চট্টগ্রামে নতুন ২ জনের করোনা শনাক্ত

আজাদী অনলাইন | শনিবার , ২৬ নভেম্বর, ২০২২ at ২:০৪ অপরাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। শনাক্তের হার ২.১৯ শতাংশ। তবে একই সময়ে করোনায় কারো মত্যু হয় নি। এর আগে শুক্রবার (২৫ নভেম্বর) চট্টগ্রামে একজনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে বলে জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

শনিবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ৯টি ল্যাবে ৯১টি নমুনা পরীক্ষা করে ২ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। আক্রান্তদের ৩ জনই নগরীর বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৫০৬ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৪ হাজার ৪৩০ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩১ জনের। ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের আঞ্চলিক গান শুনলেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল তিন জনের