চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময় ১ হাজার ৭১৯ টি নমুনা পরীক্ষা হয়। নতুন শনাক্ত ১১ জনের মধ্যে নগরীর বাসিন্দা ৮ জন এবং উপজেলার ৩ জন।
জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাড়িয়েছে ১ লাখ ২ হাজার ২৫ জন। এর মধ্যে ৭৩ হাজার ৮৪৬ জন নগরীর ও উপজেলার ২৮ হাজার ১৭৯ জন। উপজেলা পর্যায়ে আক্রান্তদের মধ্যে হাটহাজারীতে রয়েছে ১ জন ও সাতকানিয়ায় ২ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রাম জেলায় একজনও মৃত্যুবরণ করেননি। তবে জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ হাজার ৩১১ জনের। এর মধ্যে ৭২০ জন নগরীর ও ৫৯১ জন উপজেলার। চট্টগ্রামের সিভিল সার্জন গতকাল সোমবার আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন।