বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে তথ্য সংগ্রহ করা চট্টগ্রামের ২ লাখ ৫৬ হাজার ৯৩৫ জন নতুন ভোটারের ছবিসহ নিবন্ধন (বায়োমেট্রিক গ্রহণসহ) কার্যক্রম শুরু হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ছবিসহ নিবন্ধন (বায়োমেট্রিক গ্রহণসহ) কার্যক্রম চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত।
চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে, ভোটার তালিকা হালনাগাদে চট্টগ্রামে গত ২০ জানুয়ারি থেকে গত ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ২ লাখ ৫৬ হাজার ৯৩৫ জন নতুন ভোটারের তথ্য সংগ্রহ করেছেন। এরমধ্যে নগরীর ৪১ ওয়ার্ডে ৩৩ হাজার ৫৭৫ জন নতুন ভোটারের তথ্য সংগ্রহ করে ফরম পূরণ করা হয়েছে এবং জেলার ১৫ উপজেলায় ২ লাখ ২৩ হাজার ৩৬০ জন নতুন ভোটারের তথ্য সংগ্রহ করেছেন তথ্য সংগ্রহকারীরা। নির্বাচন কমিশনের জারি হওয়া পরিপত্র অনুযায়ী, ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম কিংবা যারা আগের ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম থেকে বাদ পড়েছেন, তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে, চট্টগ্রাম মহানগরী ও জেলার ১৫ উপজেলায় ৩ হাজার ৫৪২ জন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহের কাজ করেছেন। যে সব নতুন ভোটার তথ্য ফরম পূরণ করেছেন তাদের এলাকা ভিত্তিক ছবিসহ নিবন্ধন (বায়োমেট্রিক গ্রহণসহ) কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে ধারাবাহিক ভাবে ১১ এপ্রিল পর্যন্ত। চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহকারীরা নতুন ভোটার তথ্য সংগ্রহের পাশাপাশি ভোটার লিস্ট থেকে ৬০ হাজার ৪৮৫ জন মৃত ভোটারের নাম কর্তন করেছেন।
হালনাগাদ তথ্য সংগ্রহকালে নতুন ভোটারের জন্য সবচেয়ে বেশি ফরম পূরণ হয়েছে বাঁশখালী উপজেলায়। বাঁশখালীতে নতুন ভোটার হওয়ার জন্য ফরম পূরণ করেছেন ২২ হাজার ৯৬৬ জন, এরপরে লোহাগাড়া উপজেলায় ২১ হাজার ২৩৯ জন, আনোয়ারায় ২০হাজার ২০৬ জন, হাটহাজারীতে ১৯ হাজার ৩৬২জন, বোয়ালখালীতে ১৮ হাজার ৫২৪জন, সীতাকুন্ডে ১৮ হাজার ১৩ জন। সাতকানিয়ায় ১৪ হাজার ৯৮৫ জন, সন্দ্বীপে ১০ হাজার ৮০৩ জন, রাউজানে ৯ হাজার ৯২১ জন, রাঙ্গুনিয়ায় ১৪ হাজার ৭৭৯ জন, মীরসরাইয়ে ১২ হাজার ৭৮১ জন, ফটিকছড়িতে ১০ হাজার ৪৫২ জন, পটিয়ায় ১৫ হাজার ০৮০ জন, চন্দনাইশে ৯ হাজার ৮৩২ জন, কর্ণফুলীতে ৪ হাজার ৪১৭ জন।
চট্টগ্রাম মহানগরীর মধ্যে পাঁচলাইশ জোনে নতুন ভোটারের তথ্য ফরম পূরণ করেছেন ৫ হাজার ১২৭ জন, চান্দগাঁও জোনে ৬ হাজার ৪২৬ জন, কোতোয়ালী জোনে ৩ হাজার ৬৭৩ জন, ডবলমুরিং জোনে ৮ হাজার ৮৪৭ জন, পাহাড়তলী জোনে ৫ হাজার ১৫৭ জন, বন্দর জোনে নতুন ভোটারের তথ্য ফরম পূরণ করেছেন ৪ হাজার ৩৪৫জন।
চট্টগ্রামে মোট ভোটার সংখ্যা ৬৫ লাখ ৩১ হাজার ৬১৮জন। এরমধ্যে মহানগরীতে ১৯ লাখ ৭৯ হাজার ২৪৮ জন। জেলার ১৫ উপজেলায় ভোটার সংখ্যা ৪৫ লাখ ৫২ হাজার ৩৭০জন।