চট্টগ্রামে নজরুল গবেষণা কেন্দ্র ও স্মৃতি পাঠাগার স্থাপন করা হোক

বর্ণমালার হাটের স্মরণ সভা

| বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ at ৫:৩৪ পূর্বাহ্ণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বর্ণমালার হাটের উদ্যোগে এক স্মরণ সভা সংগঠন কার্যালয়ে সংগঠনের সভাপতি সনজয় আচার্য্যের সভাপতিত্বে ও প্রণব নাথের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভাপতি তার বক্তব্যে বলেন, নজরুল লেখনি আমাদের জাতীয় মুক্তি ও প্রেরণার উৎস। তিনি নতুন প্রজন্ম যাতে বেশি বেশি নজরুল চর্চা করতে পারে, এ লক্ষ্যে চট্টগ্রামে নজরুল গবেষণা কেন্দ্র ও স্মৃতি পাঠাগার স্থাপনের জন্য সরকারের প্রতি দাবি জানান। সভায় বক্তব্য রফিকুল ইসলাম,আব্দুল শুক্কুর, আনিসুল ইসলাম, রমজান আলী মুরাদ, হারুন কাকন, রঞ্জিত দে, মো. ইউসুফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রাইভেটকারে ৩ বস্তা চোলাই মদ, আটক ৪
পরবর্তী নিবন্ধজাতীয় কবি নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি