চট্টগ্রামে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা মালিকদের এক পক্ষের

আজাদী প্রতিবেদন | রবিবার , ৭ নভেম্বর, ২০২১ at ৬:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীতে আজ থেকে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ধর্মঘট আহ্বানকারী সংগঠনগুলোর একটি অংশ। তারা বলছে, জনদুর্ভোগের কথা বিবেচনা করে চট্টগ্রাম নগরীতে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ। আজ রোববার ভোর ৬টা থেকে এই সংগঠনের আওতাধীন গণপরিবহন চালুর ঘোষণা দেওয়া হয়েছে।
গতকাল শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল। তিনি বলেন, জ্বালানি তেলের দাম কমানো অথবা ভাড়া বৃদ্ধি করাটাই আমাদের দাবি। গতকাল থেকে এখন পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ধর্মঘট চালিয়ে গেছি। আমরা কোনো আন্দোলন, ভাঙচুর, সংঘর্ষ চাই না। কিন্তু একটি পক্ষ রাস্তা বন্ধ করে সিএনজি টেঙি ও ব্যক্তিগত গাড়ি চলাচলে বাধা প্রদান করে রাজনৈতিকভাবে ফায়দা লুটের চেষ্টা করছে। সেজন্য ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে।
তিনি বলেন, চট্টগ্রাম নগরীর এক নম্বর থেকে ১০ নম্বর রুটের গাড়ি চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের আওতাধীন। রোববার থেকে এই সড়কগুলোতে গণপরিবহন চলবে।
তবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা বলেন, কেন্দ্রীয় কমিটি ধর্মঘটের ডাক দিয়েছে। আমরা কীভাবে প্রত্যাহার করব? কেন্দ্রীয় কমিটি ঘোষণা দেওয়ার পরই ধর্মঘট প্রত্যাহার হবে। যদি অন্য কোনো সংগঠন প্রত্যাহারের ঘোষণা দেয় তাহলে সেটি তাদের সিদ্ধান্ত। এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই।

পূর্ববর্তী নিবন্ধআটকে পড়া পর্যটকদের চট্টগ্রাম পৌঁছানোর ব্যবস্থা করলো পুলিশ
পরবর্তী নিবন্ধস্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করা যুবককে কুপিয়ে হত্যা